বগুড়ার সারিয়াকান্দিতে মাদকদ্রব্যসহ একজন কারবারি আটক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ১৮ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ মেহেদী হাসান ওরফে কামাল (৪৫) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। কামাল উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২২ নভেম্বর) ভোরের দিকে ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের একটি দোকানের সামনে থেকে মাদক কারবারি কামালকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুনসারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, কামালের নামে মাদক মামলা দায়ের করে তাকে দুপুরে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন