বগুড়ার আদমদীঘিতে বৃদ্ধের আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে আতোয়ার হোসেন মন্ডল (৬৭) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি সরদারপাড়ার মৃত তাহের মন্ডলের ছেলে। আজ বুধবার (২০ নভেম্বর) সকালে তিনি শয়ন ঘরের তীরের সাথে দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আতোয়ারের ছোট ভাই বাচ্চু মন্ডল জানান, তার ভাই মানসিক রোগী ছিল। আজ বুধবার (২০ নভেম্বর) সকালে সবার অজান্তে শয়ন ঘরের তীরের সাথে দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আরও পড়ুনঘটনার তদন্তকারী থানার উপ-পরিদর্শক তারেক হোসেন জানান, দুপুরে পুলিশ মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করে স্বজনদের কোন অভিযোগ না থাকায় দাফন করার অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন