ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বগুড়ার সোনাতলায় ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু

বগুড়ার সোনাতলায় ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু, প্রতীকী ছবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় একমাত্র ছেলে আব্দুল মান্নানের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৮ নভেম্বর) উপজেলার মধুপুর ইউনিয়নের হাঁসরাজ গ্রামে এ ঘটনা ঘটে।

গত ১৬ নভেম্বর উপজেলার উত্তর করমজা গ্রামে বেলা আনুমানিক দেড়টায় জনৈক জামশেদ আলীর জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিল আব্দুল মান্নান।

এ সময় অসাবধানবশত: পাওয়ার টিলারটি উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে আব্দুল মান্নান গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আরও পড়ুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার দিবাগত রাতে আব্দুল মান্নান মারা যায়। এ সংবাদ পেয়ে তার বৃদ্ধ মা আমিনা বেগম(৭৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার (১৮ নভেম্বর) সকালে মারা যায়। আমিনা বেগম উপজেলার হাসরাজ গ্রামের মৃত হবিবর রহমান হবু সর্দারের স্ত্রী।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার (১৮ নভেম্বর) বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা ও ছেলেকে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে তিনশ’ বছরের সূর্যপুরী আমগাছ, ফলন ১৫০ মণ আম

কুড়িগ্রামের উলিপুরে গাছচাপা পড়ে যুবকের মৃত্যু

হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো পড়ছে টাকা!

বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালী বিএডিসি কার্যালয়ে দুদকের হানা,সরকারি অর্থ আত্মসাৎ

বগুড়ার শাজাহানপুরে দুই আলেমকে ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন