ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু 

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু 

নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার গয়াহরি এলাকায় গোসলখানায় বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ছেলেও। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার প্রয়াত দুর্গাচরণ দাসের স্ত্রী অনিমা রাণী দেব (৭৫) ও তার ছেলে নীতেশ দেব (৫৫)।
 
পুলিশ জানায়, অনিমা রাণী দেব সকালে বাড়িতে বাংলো ঘরের গোসলখানায় গিয়েছিলেন। সেখানে পানির পত্রে একটি সচল বৈদ্যুতিক তার পড়ে থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
 
এ সময় গোসলখানায় অনিমা দেবের পড়ে যাওয়ার শব্দ শুনে তার ছেলে নীতেশ দেব এগিয়ে যান এবং মাকে বাঁচানোর উদ্দেশ্যে জড়িয়ে ধরেন। এসময় উভয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের অন্য সদস্যরা টের পেয়ে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ দেবনাথ হাসপাতালে গিয়ে দুজনের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।
 
তিনি জানান, মারা যাওয়া মা ও ছেলের পরিবারের সদস্যরা হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছেন। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে গোয়ালার মৃত্যু

যুবকের জামা-জুতাও খুলে নিয়ে গেছে ছিনতাইকারীরা

ইউরোপের দেশে দেশে মুগ্ধতা ছড়াচ্ছেন স্বর্ণলতা

ফোন না ধরায়’ শাবল দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে নদীতে ডুবে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রীর

বর্ষায় এলো ড. প্রিয়াংকার কন্ঠে ‘আজি নেমেছে আঁধার’