ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

সুইমিং পুলে ডুবে যাওয়া বান্ধবীকে বাঁচাতে দুই তরুণীর ঝাঁপ, মারা গেলেন সবাই 

সুইমিং পুলে ডুবে যাওয়া বান্ধবীকে বাঁচাতে দুই তরুণীর ঝাঁপ, মারা গেলেন সবাই , ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ছুটিতে সমুদ্র সৈকতের কাছে একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিন বান্ধবী। কিন্তু ঘুরতে গিয়ে তাদের আর জীবিত ফেরা হলো না। ভারতের কর্ণাটকের মাঙ্গালুরুতে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। ওই তিন বান্ধবী রিসোর্টের সুইমিং পুলের পানিতে ডুবে মারা গেছেন। সিসিটিভির ফুটেজে সেই চিত্র ধরা পড়েছে। খবর এনডিটিভি 

নিউজ সংস্থা পিটিআই’র প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিনজন হলেন- নিশিতা এমডি (২১), পার্বতী এস (২০) এবং কার্তানা এন (২১)। তারা তিন জনই ইঞ্জিনিয়ারিং বিভাগে ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিল। ছুটিতে ভাজকো সমুদ্র সৈকতের একটি রিসোর্টে গিয়েছিলেন। সেখানে একটি সুইমিং পুলে নেমে এমন করুণ পরিণতি ডেকে আনে। 

আরও পড়ুন

সিটিভির ফুটেজে দেখা যায়, তিনজনের মধ্যে একজন সুইমিং পুলে নামার পর হঠাৎ করে এর গভীরে চলে যায়। এ সময় আরেক জন তাকে বাঁচাতে পুলে নেমে পড়েন। কিন্তু সেও চেষ্টা করে ব্যর্থ হলে তৃতীয় জন তাদের দুজনকে বাঁচাতে গেলে পানিতে ডুবে মারা যায়।পুলিশ জানিয়েছে, তাদের মৃতদেহ পুলে ভাসতে দেখে রিসোর্টের একজন কর্মী পুলিশকে খবর দেয়। তবে ঘটনার সময় সেখানে কোনো লাইফ গার্ড ছিল না। এমনকি পুলের গভীরতা সম্পর্কে কোনো নির্দেশনাও ছিল না। মালালুরু পুলিশ কমিশনার অনুপম আগারওয়াল বলেন, পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। রিসোর্টে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় তাদের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে জামিন নিতে এসে কারাগারে গেলেন দুই আওয়ামী লীগ নেতা

বগুড়ার ধুনটে ১১০ কোটি টাকার ভুট্টা উৎপাদন, কৃষকের লাভ দ্বিগুনেরও বেশি

রাজশাহীতে রেফারি প্রশিক্ষণ শুরু

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, গ্রেফতার ১

উত্তরের আট জেলায় এবার কোরবানির জন্য ১৯ লাখ ৮০ হাজার কোবানির পশু প্রস্তুত

বগুড়ার নন্দীগ্রামে তারুণ্য গড়তে একাট্টা বিএনপির সহযোগী সংগঠন