ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

অলৌকিকভাবে বেঁচে গেল শিশু, ছবি : দৈনিক করতোয়া

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে সড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মা রোজিনা খাতুন (২৫) ঘটনাস্থলেই নিহত হলেও বেঁচে গেল অলৌকিকভাবে মায়ের কোলে থাকা এক বছরের শিশু পুত্র। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রোজিনা খাতুন দিনাজপুর বিরল উপজেলার পৌরসভাধীন শংকরপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুক হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও দিনাজপুর কোতয়ালী থানা সূত্রে জানা যায়, মা রোজিনা খাতুন অটোরিকশা নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল যাওয়ার পথে নিমনগর বালুবাড়ী শহিদ মিনারের কাছে শিশু সন্তানসহ ছিটকে পরে রাস্তার উপর। এসময় পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক রোজিনাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিন্তু বেঁচে যায় মায়ের কোলে থাকা তার সন্তান। বর্তমানে সে সুস্থ রয়েছে।

এ ঘটনায় চালক, হেলপার ও ঘাতক ট্রাকটি আটক করে বিক্ষুব্ধ জনতা। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশু সন্তানকে তার দাদির কাছে তুলে দেওয়া হয়েছে। গ্রেপ্তার চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোরালো হলো নুসরাত-যশের বিচ্ছেদ গুঞ্জন

বিসিবি’র দায়িত্ব নিতে প্রস্তুত বুলবুল

শাহরুখকে একাধিকবার হুমকি দিয়েছেন গৌরীর ভাই

ফিলিস্তিনিদের ত্রাণও নিতে দিচ্ছে না ইসরায়েল, ১০ জনকে হত্যা

এশিয়ার দলের কাছেও হার ম্যানইউ’র

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের নতুন শর্ত