ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

হাতির আক্রমণে শিশুর মৃত্যু, সুরক্ষার দাবিতে সড়ক অবরোধ

হাতির আক্রমণে শিশুর মৃত্যু, সুরক্ষার দাবিতে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের কর্ণফুলীতে হাতির আক্রমণে তিন মাস বয়সী এক শিশু নিহত ও গুরুতর আহত হয়েছে শিশুটির মা। হাতির আক্রমণ থেকে রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ওই শিশুর লাশ নিয়ে পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি)সড়ক অবরোধ করেন এলাকাবাসী।


শনিবার (২২ মার্চ) সকালে সড়ক অবরোধ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ মার্চ) রাত ২টার দিকে কর্ণফুলীর কেইপিজেড এলাকায় বন্য হাতির দল আক্রমণ করে। এ সময় মো. আরমান জাওয়াদ নামের তিন মাস বয়সী এক শিশু নিহত হয়। গুরুতর আহত হয় শিশুটির মা খজিমা বেগম (৩০)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে শিশুটির লাশ নিয়ে স্থানীয় শত শত মানুষ কেইপিজেড এলাকায় পেকুয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে সড়কেই শিশুটির জানাজা সম্পন্ন হয়।

আরও পড়ুন

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ জানান, স্থানীয়রা হাতির আক্রমণ থেকে রক্ষায় সড়ক অবরোধ করেছেন। বন্য হাতি যাতে আর লোকালয়ে এসে কোন হামলা চালাতে না পারে, আর কোনো প্রাণহানি যেন না ঘটে এ ব্যাপারে বন বিভাগ এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। পরে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না : সালাহউদ্দিন

চলে গেলেন সৌদির ‘ঘুমন্ত যুবরাজ’

কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কারফিউ ভেঙে চলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে : জামায়াত আমির

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট