ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

সুখবর দিলেন রুনা খান

সুখবর দিলেন রুনা খান, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিনোদন অঙ্গনের জনপ্রিয় মুখ রুনা খান এবার ভক্তদের নতুন সিনেমার খবর দিলেন। নাম ‘লীলা মন্থন’। অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সিনেমাটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। 

রুনা খান বলেন, ‘আমি কোনো কাজে যুক্ত হওয়ার আগে চিন্তা করি সেখানে যেন জীবন খুঁজে পাওয়া যায়। আসলে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে বেশি পছন্দ করি। ‘লীলা মন্থন’ তেমন গল্পের একটি সিনেমা। সিনেমায় আমার চরিত্রটিও অত্যন্ত চমৎকার। শিশু পাচার ও বিক্রির ঘটনা নিয়ে নির্মিত হবে লীলা মন্থন।

সিনেমার গল্প প্রসঙ্গে নির্মাতা জাহিদ বলেন, কেন শিশু বিক্রি হচ্ছে, বিক্রির পর তাদের কী হচ্ছে, কারা ভুক্তভোগী, এই চক্রের সঙ্গে জড়িত কারা! এ বিষয়গুলোই সিনেমায় তুলে ধরা হবে। নির্মাতা আরও বলেন, আগামী সপ্তাহে শুরু হবে ‘লীলা মন্থন’-এর শুটিং। জয়দেবপুর, গাজীপুর, মানিকগঞ্জসহ আরও কয়েকটি স্থানে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

 

ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শেষ করতে চাই। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির দেওয়ার ইচ্ছা রয়েছে।‘লীলা মন্থন’ সিনেমায় রুনা ছাড়া আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠুসহ অনেকেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী