ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

যুব এশিয়া কাপের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান 

যুব এশিয়া কাপের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান 

স্পোর্টস ডেস্ক: শুরু হচ্ছে এশিয়ার যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এ মাসের শেষেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ। এদিন এ গ্রুপে থাকা নিজেদের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলার যুব ক্রিকেট দল। এবারের টুর্নামেন্ট হবে ওয়ানডে ফরম্যাটে।

আজ আসরের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।  
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে হতে যাওয়া টুর্নামেন্টের সূচি অনুযায়ী, দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে অংশগ্রহণকারী দলগুলো। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। সেখান থেকে দুই দল খেলবে ফাইনালে।

টুর্নামেন্টের 'এ' গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি দলগুলো হলো- শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। 'বি' গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, জাপান ও সংযুক্ত আরব আমিরাত।

আরও পড়ুন

২৯ নভেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর। আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর।  

গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের প্রথম ম্যাচ আসরের উদ্বোধনী দিনেই, আফগানদের বিপক্ষে। এরপর নেপালের বিপক্ষে ১ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না : সালাহউদ্দিন

চলে গেলেন সৌদির ‘ঘুমন্ত যুবরাজ’

কারফিউ শেষে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কারফিউ ভেঙে চলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে : জামায়াত আমির

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট