ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

নেত্রকোনায় ফেনসিডিল ও গাঁজাসহ ২ যুবক যৌথ বাহিনীর হাতে আটক

নেত্রকোনায় ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২ যুবক

নেত্রকোনার কলমাকান্দায় বাসে তল্লাশি করে ফেনসিডিল ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তাদের থেকে ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের বাহাদুরকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়। 

নেত্রকোনা অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান।

আটক ব্যক্তিরা হলেন - সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কালাঘর গ্রামের মো. শাহাদাত আলীর ছেলে আলমগীর হোসেন (২২) এবং একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল আলীর ছেলে মোহাম্মদ আলী (২৩)। 

আরও পড়ুন

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার কলমাকান্দা-ঠাকুরাকোনা- ঢাকা মহাসড়কের বাহাদুরকান্দায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বাধীন যৌথবাহিনী। এ সময় কলমাকান্দা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। বাসে লুকানো ৪৩ বোতল ফেনসিডিল ও ১০ গ্রাম গাঁজা পাওয়ার পর সংশ্লিষ্ট ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়। 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। আগামীকাল শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের জোতপাড়া নৌঘাট পরিণত হয়েছে মনোরম বিনোদন কেন্দ্রে

লালমনিরহাটে লাম্পি স্কিন রোগে শতাধিক গরু মারা গেছে

বগুড়ার শিবগঞ্জে তিনটি হিমাগারে হামলা-ভাঙচুর, হিমাগারে ভাড়া বাড়ানোর প্রতিবাদ

বগুড়ায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে মাদরাসা সুপার

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ৩ মাদকসেবীর কারাদন্ড