মেক্সিকোতে পিকআপে শিশুসহ ১১ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গাড়ি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, সহিংসতায় ঘেরাও দক্ষিণ মেক্সিকান শহরের একটি পিকআপ ট্রাকের ভেতরে দুই শিশুসহ ১১ জনের দেহাবশেষ পাওয়া গেছে।
স্থানীয় সময় গত বুধবার রাতে একটি পরিত্যক্ত পিকআপ ট্রাক দেখে কর্তৃপক্ষকে জানানোর হয়। এরপর পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়।
ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে মেক্সিকো চিলপানসিঙ্গো শহরে। গুয়েরেরো প্রদেশের এই শহরের মেয়র দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই গত মাসে তার শিরশ্ছেদ করা হয়েছিল।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি এবং এটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে রাজ্যের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। মৃতদেহসহ ট্রাকটি আকাপুলকোর একটি মহাসড়কে পাওয়া গিয়েছিল।
এটি ১৯৫০ এবং ১৯৬০ এর দশকে ধনী ও বিখ্যাত ব্যক্তিদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য ছিল, কিন্তু তারপর থেকে এটি ব্যাপক হত্যাকাণ্ডের স্থান হিসেবে পরিচিত হওয়ার পাশাপাশি মাদক পাচারের হটস্পট হয়ে ওঠে।
প্রশান্ত মহাসাগরীয় উপকূল চোরাচালান রুটে অবস্থানের কারণে গুয়েরেরো মেক্সিকোর অন্যতম সহিংস রাজ্য। গত বছর এখানে এক হাজার ৮৯০টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। চিলপানসিঙ্গো প্রায় ২ লাখ ৮০ হাজার জনসংখ্যার একটি শহর।
আরও পড়ুন
মেক্সিকোতে গত ২ জুনের নির্বাচনের ঘিরে রাজ্যে কমপক্ষে ছয়জন প্রার্থী নিহত হয়েছেন। এ ছাড়া গত মাসে চিলপানসিঙ্গোর মেয়র আলেজান্দ্রো আরকোসকে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে শিরশ্ছেদ করা হয়েছিল।
২০০৬ সালে সরকার মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে মেক্সিকোজুড়ে ৪ লাখ ৫০ হাজারের বেশি লোককে হত্যা করা হয়েছে এবং কয়েক হাজার নিখোঁজ হয়েছে।
মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম সহিংস অপরাধ মোকাবেলাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি গত মাসে একটি নতুন নিরাপত্তা পরিকল্পনা উন্মোচন করেছিলেন, যার মধ্যে উন্নত গোয়েন্দা-আদান-প্রদান এবং ন্যাশনাল গার্ডকে উৎসাহিত করা কথা বলা হয়।
সূত্র : বিবিসি
মন্তব্য করুন