প্রতিবাদী আনুশকা
বিনোদন ডেস্ক : চোখের সামনে অন্যায় দেখে প্রতিবাদ না করে উল্টো হাঁটেন অনেকেই। তবে সোজাসাপ্টা স্বভাবের জন্য পরিচিত বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। যেকোনো বিষয়ে রাখঢাক না করেই নিজের মতামত জানিয়ে দেন তিনি। চোখের সামনে অন্যায় দেখলে থেমে থাকেন না তিনি।
সম্প্রতি তার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারের মাঝেই তার চোখে পড়ে এক নারীর সঙ্গে অসভ্য আচরণ করছেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান আনুশকা। ঘটনা দেখামাত্র সেই ব্যক্তিকে চিহ্নিত করে ধমক দেন তিনি। এমনকি সংবাদমাধ্যমের সামনেই রাগে ফেটে পড়েন। চেঁচিয়ে উঠে তিনি বলেন, পাগল নাকি? কী করছো? পিছনে সরে যাও। অনুষ্ঠানের আয়োজকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, কে এই ছেলেটা? এ তো অসভ্যতা করছে।
আরও পড়ুনভিডিওটি বেশ কিছুদিন আগের হলেও সম্প্রতি এটি নতুন করে সকলের সামনে এসেছে। উল্লেখ্য, আনুশকাকে শেষ দেখা গিয়েছে ২০১৮-র ছবি ‘জিরো’-তে। তার পরে বেশকিছু ছবি প্রযোজনা করেছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে ভারতের হার্টথ্রব ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে একমাত্র সন্তান নিয়ে বেশ ভালো আছেন আনুশকা।
মন্তব্য করুন