ভিডিও বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

গোলের দেখা পেলেন রোনালদো, জিতল দল

গোলের দেখা পেলেন রোনালদো, জিতল দল, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আল নাসরের হয়ে সর্বশেষ তিন ম্যাচেই গোল ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। অবশেষে গোল খরা কাটিয়েছেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। 

রিয়াদের আল আওয়াল পার্কে দ্বিতীয় গোলটি এসেছে রোনালদোর কাছ থেকে। ঘণ্টাখানেকের সময় সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানের লং রেঞ্জের শট ঠিকমতো আয়ত্ত্বে নিতে পারেননি আল আইন গোলকিপার খালিদ এসা। ছুটে যাওয়া সেই বল পরে সুযোগ পেয়ে জালে পাঠান রোনালদো। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে অপরাজেয় থাকলো আল নাসর। ১২ দল নিয়ে গড়া পশ্চিম এশিয়ার পয়েন্ট টেবিলের তিনে উঠেছে তারা। তাদের ওপরে আছে আরেক দুই সৌদি জায়ান্ট আল হিলাল ও আল আহলি। নকআউটে যাবে শীর্ষ আটে থাকা দল। গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে আল আইনের কাছে হেরেই আল নাসর বিদায় নিয়েছিল। সেই হারের মধুর প্রতিশোধ নেওয়া গেছে অবশেষে। স্টেফানো পিওলির দল অগ্রগামিতা নেয় ৫ মিনিটে। ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিস্কা স্কোর ১-০ করেছেন। রোনালদোর ডাবলের সাত মিনিট পর ম্যাচটা প্রতিপক্ষের আরও নাগালের বাইরে নিয়ে যায় স্বাগতিক দল। তৃতীয় গোলটি করেন সামার সাইনিং হয়ে আসা অ্যাঞ্জেলো গাব্রিয়েল। অবশ্য গোলটি আল আইন ডিফেন্ডার ফাবিও কারদোসোর গায়ে লেগে যাওয়ায় সেটা আত্মঘাতী হিসেবে নাম লিখিয়েছে। 

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ দেয় আল আইন। জাল কাঁপান বেন্তো। যদিও লাভ হয়নি তাতে। ৮ মিনিট পর বদলি হয়ে নামা ব্রাজিলিয়ান টিনএজার ওয়েসলি বাঁকানো শটে চতুর্থ গোলটি আদায় করে নেন। স্টপেজ টাইমে নিজের দ্বিতীয় গোল তুলে নেন তালিস্কা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের ঘরের ভিত ঘেঁষে পুকুর খননের অভিযোগ

রংপুরে শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

শিল্পখাতে জ্বালানি সংকট

বগুড়ায় ফেয়ার ইউনানী ল্যাবরেটরিতে অভিযান, ওষুধ জব্দ, মামলার নির্দেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠ-কয়লা তৈরির কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে