ভিডিও বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৪, ১০:৫৬ রাত

বগুড়ায় প্রায় দুই হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় প্রায় দুই হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-১২ সদস্যরা সদরের ঠেঙ্গামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তারা হলো-দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর এলাকার আক্কাস আলীর ছেলে আলমগীর হোসেন সাবু, রংপুরের পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ এলাকার মৃত লতিফ মিয়ার ছেলে বাশারুল ইসলাম ও বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর এলাকার গজেন সাহার ছেলে সুমন কুমার সাহা।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদেরভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখানে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে এক হাজার ৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন, তিনটি সিম, দু’টি অফিসিয়াল ব্যাগ, চারটি প্লাস্টিকের রেকর্ড ফাইল, একটি কাভার্ডভ্যান ও ২৭শ’ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানের ১৯৬ নম্বর বাসায় জুবাইদা-জাইমা রহমান

দেশে নেমেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের ফোন

'তারেক রহমানের আগমনে ঈদের মতো উল্লাস মনে হচ্ছে'

তারেক রহমানকে বরণ করতে এয়ারপোর্টের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

ঢাকায় তারেক রহমানের পোষা বিড়াল জেবু

বাংলাদেশের আকাশে তারেক রহমান; জোরদার করা হয়েছে নিরাপত্তা