ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বগুড়ায় প্রায় দুই হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

বগুড়ায় প্রায় দুই হাজার পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ১৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-১২ সদস্যরা সদরের ঠেঙ্গামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তারা হলো-দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর এলাকার আক্কাস আলীর ছেলে আলমগীর হোসেন সাবু, রংপুরের পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ এলাকার মৃত লতিফ মিয়ার ছেলে বাশারুল ইসলাম ও বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর এলাকার গজেন সাহার ছেলে সুমন কুমার সাহা।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, গোপন সংবাদেরভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখানে একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে এক হাজার ৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

এসময় তাদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন, তিনটি সিম, দু’টি অফিসিয়াল ব্যাগ, চারটি প্লাস্টিকের রেকর্ড ফাইল, একটি কাভার্ডভ্যান ও ২৭শ’ টাকা জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী নারীর

গাইবান্ধার সাদুল্লাপুরে ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

গাইবান্ধার ফুলছড়িতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গৃহবধূর

আমের মৌসুমে ঘরেই তৈরি করুন ম্যাঙ্গো স্টিকি রাইস