ভিডিও শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

চেলসি-ম্যানইউ ম্যাচে কেউ জেতেনি

চেলসি-ম্যানইউ ম্যাচে কেউ জেতেনি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মহারণ সমতায় শেষ হয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে কঠিন লড়াইয়ের পর ১-১ গোলে সমতা থাকায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল। ইউনাইটেড নতুন কোচ রুবেন আমোরিমের যোগদানের আগে এটি ছিল অন্তর্র্বতীকালীন কোচ রুড ভন নিস্টলরয়ের অধীনে দ্বিতীয় ম্যাচ।

ম্যাচে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্য চেলসির সামনেই চিল। ১৫ মিনিটে দারুণ একটি সুযোগ পেয়েছিল লন্ডনের ক্লাবটি। কোলে পালমারের কর্নার থেকে ফরোয়ার্ড ননি মাদুয়েকের শটটি হেড পোস্টে লেগে ফিরে আসে। ২৪ মিনিটে সুযোগ পায় ইউনাইটেড। রাসমুস হয়লুনের পাস বক্সে পেলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দো গারনাচোর দুর্বল শটে গোল হয়নি। প্রথমার্ধের শেষদিকে আরও একটি ভালো সুযোগ ছিল ইউনাইটেডের সামনে। তবে ফার্নান্দেজের ক্রসে মার্কাস রাশফোর্ডের ভলি ক্রসবারে লেগে লক্ষচ্যুত হয়। বিবর্ণ প্রথমার্ধের পর লড়াই জমে উঠে দ্বিতীয়ার্ধে। গোলের জন্য দুই দলই উঠেপড়ে লাগে। তবে ভালো সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দল। ম্যাচের প্রথম গোল আসে ৭০ মিনিটে। চেলসি গোলরক্ষক ডি-বক্সে ইউনাইটেডের ফুটবলারকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেজ। তবে চার মিনিট পরই সমতায় ফেরে চেলসি। কর্নার হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি ক্যাসেমিরো। বক্সের বাইরে থেকে নিচু ভলিতে ঠিকানা খুঁজে নেন চেলসির মিডফিল্ডার কাইসেদো। শেষ দিকে ইউনাইটেড চাপ বাড়ালেও গোলের দেখা আর মেলেনি।

আরও পড়ুন

এই ড্রয়ের পর ১০ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে চারে উঠেছে চেলসি। সমান ম্যাচে ৩টি করে জয় ও ড্রতে ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ইউনাইটেড। ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় ৭.০ মাত্রার ভূমিকম্পের আঘাত

উত্তরের শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

না ফেরার দেশে ‘এই পদ্মা এই মেঘনা’ গানের গীতিকার আবু জাফর

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

অস্কারে যাওয়া গান নিয়ে যা বললেন ইমন

আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আহমাদুল্লাহ