ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

 সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিক আটক

 সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক:   কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাহাপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মাদকসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

রোববার (৩ নভেম্বর) বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃত হলেন—ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া থানা শুভাপুর গ্রামের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে মো. রনি (২১) এবং একই গ্রামের প্রয়াত আয়ুব আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (১৮)।

১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাহাপুর পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদক এবং চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবি টহল দল সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থান থেকে দুই ভারতীয় তরুণকে আটক করে। এ সময় তাদের সঙ্গে চারটি বিয়ার ক্যান পাওয়া যায়। আটক ভারতীয় নাগরিকদেরকে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় মামলা দায়ের করেছে বিজিবি।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, বিজিবির মামলা দায়ের শেষে ভারতীয় ওই দুই নাগরিককে রোববার কুমিল্লার আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সাবেক এমপি তানসেনের ভাই জাসদ নেতা রুস্তম গ্রেফতার

ফজলুর রহমান সময় চাইলেন ৭ দিন, বিএনপি দিল আরও ২৪ ঘণ্টা

বগুড়ার শিবগঞ্জে সড়কে গভীর গর্তের কারণে তিন  গ্রামের মানুষের যাতায়াত বন্ধ এক মাস

বিনা অনুমতিতে ১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত সহকারী শিক্ষক সালাউদ্দিন

গাইবান্ধার সাঘাটায় এক সপ্তাহে কবর থেকে ২৫টি কঙ্কাল চুরি

যেমন আছেন ‘রূপনগর’-এর সেই মিজানুর রহমান