ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

জমির বিরোধের জেরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

জমির বিরোধের জেরে ভাতিজাদের মারধরে চাচার মৃত্যু

নিউজ ডেস্ক: নোয়াখালীর সদর উপজেলায় দাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের আবু ছায়েদ মাস্টার বাড়িতে সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের মারধরে চাচার আবু ছায়েদ (৭০) মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু ছায়েদ ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের মৃত মমিন উল্যার ছেলে এবং তিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের শালা নোয়ান্নই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভগ্নিপতি আবু ছায়েদের সঙ্গে দীর্ঘ দিন থেকে জায়গা সম্পত্তি নিয়ে তার ভাতিজাদের সঙ্গে বিরোধ চলছিল।

আরও পড়ুন

এর জের ধরে শনিবার দুপুরের তিনি তার বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে তার ভাতিজা হাসান ও হোসেন বাধা দেয়। ওই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এ নিয়ে ভাতিজারা তাকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের স্বজনেরা তার ভাজিতা হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মোবাইলফোনে একাধিকবার কল করেও তাদের পাওয়া যায়নি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। অনেক সময় জায়গা সম্পদের বিরোধের জের ধরে তিলকে তাল করে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

অপর এক প্রশ্নের জবাবে ওসি কামরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তাদের থেকে জেনে পরে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি হেরোইন মামলায় দু’জনের যাবজ্জীবন

নির্বাচনী ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ঐকমত্য কমিশনে জামায়াতের প্রস্তাব | Daily Karatoa

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার ‘ স্থাপন

শাকিবের সঙ্গে ছবি পোস্ট করে কিসের ইঙ্গিত মিষ্টি জান্নাতের