ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে বিরোধ কেটে ফেলা হলো ক্ষেতের ধান

গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে বিরোধ কেটে ফেলা হলো ক্ষেতের ধান

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চার বিঘা জমির আমন ধান কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে গজারিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে ঘটনাটি ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, কাতলামাড়ী গ্রামের আব্দুল রহিম মধুর ছেলে নুর ইসলাম, বছির উদ্দিন ব্যাপারির ছেলে রমজান আলী, আব্দুল ওয়াহেদের ছেলে উজ্জ্বল ব্যাপারি। এ ঘটনায় প্রতিপক্ষের জাহিদুল ইসলাম, জাকির ইসলাম, রুহুল আমিন, রতন ব্যাপারি, আনোয়ার হোসেন, মেহেদীসহ ১১ জনের বিরুদ্ধে ফুলছড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কৃষক উজ্জ্বল ব্যাপারি বলেন, গতকাল শুক্রবার সকালে জাহিদুল ইসলাম, জাকির ইসলাম, রুহুল আমিন, রতন ব্যাপারি, আনোয়ার হোসেন, মেহেদীসহ তার লোকজনেরা অজ্ঞাতনামা পাওয়ারট্রিলার চালকসহ তার জমির সম্পূর্ণ ধান বিনষ্ট করে দিয়েছে। এসময় বাধা দিলে তাকে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি ও হুমকি দেয়। কৃষক রমজান আলী বলেন, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। পরে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন ফুলছড়ি থানা পুলিশের কর্মকর্তারা।

আরও পড়ুন

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া জানান, কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে আবার খোলা বাজারে আটা বিক্রি শুরু

সিরাজগঞ্জের সলঙ্গায় পাটের হাটে ফিরেছে পুরোনো ঐতিহ্য

বগুড়ার ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের অপার সম্ভাবনাময় আশুড়ার বিল

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন শেখ বশিরউদ্দীন

ব্যবহারের অভাবে বগুড়ার ধুনটে যমুনা নদীর তীরে নষ্ট হচ্ছে সরকারের অর্ধকোটি টাকার নৌকা