ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

পেলেকে সরিয়ে যে রেকর্ড এখন ইয়ামালের

পেলেকে সরিয়ে যে রেকর্ড এখন ইয়ামালের,ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ের উদীয়মান ফুটবলারদের অন্যতম স্পেনের লামিনে ইয়ামাল। ইউরোর এবারের আসরে স্পেনের বাজির ঘোড়া ১৬ বছরের এই কিশোর। ম্যাচের পর ম্যাচ দেখিয়ে যাচ্ছেন ঝলক। এবার সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে করলেন অবিশ্বাস্য এক গোল। এই গোলেই ব্রাজিলের কিংবদন্তি পেলের ৬৬ বছরের রেকর্ডসহ আরও একটি রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।

গতরাতে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে দলের জয়ে ম্যাচের ২১ মিনিটে ২৫ গজ দূর থেকে চোখ ধাঁধানো গোলটি করেন ইয়ামাল। বডি ডজে ফরাসি ডিফেন্ডারদের ছিটকে তার বাঁক খাওয়ানো শট পোস্টে লেগে জড়ায় জালে। আর তাতেই ইতিহাসের পাতায় ঢুকে যান বার্সেলোনার এই কিশোর। এই গোল দিয়ে পুরুষদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন ইয়ামাল। ১৬ বছর ৩৬২ দিন বয়সে গোলটি করেন তিনি। ২০০৪ ইউরোয় ১৮ বছর ১৪১ দিনে সবচেয়ে কম বয়সে গোলের আগের রেকর্ডটা ছিল সুইজারল্যান্ডের জন ভনলাথেনের। ভনলাথেনের পাশাপাশি পেলের একটা রেকর্ডও ভাঙেন ইয়ামাল। পেলের সর্বকনিষ্ঠ গোলের রেকর্ডটি টপকে গেছেন তিনি। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ব্রাজিলিয়ান কিংবদন্তি একটি গোল করেছিলেন ১৭ বছর ২৩৯ দিনে। ৬৬ বছর পর পেলের সেই কীর্তি পেছনে ফেললেন ইয়ামাল।

আরও পড়ুন

ইয়ামালকে নিয়ে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘সে শুধু রেকর্ড ভাঙতে থাকে। সে প্রতিদিন বাড়ছে, পরিপক্ব হচ্ছে এবং উন্নতি করছে। সে একজন বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার পথে রয়েছে, কিন্তু সে এখনো কিশোর এবং আমাদের তার প্রতি ধৈর্য ধরতে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেপ্তার

ভারতের চন্ডীগড়ে সবাইকে ঘরে থাকার পরামর্শ

কারাগারে পাঠানো হলো আইভীকে

উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান

ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর সমাবেশ