ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

তিন দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

তিন দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে লজ্জার হার দেখল বাংলাদেশ। তিন দিনেই ইনিংস ও ২৭৩ রানের বড় ব্যবধানে হেরেছে নাজুমুল হোসেন শান্তর দল। এই হারে ২-০ তে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।  

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও উইন মুল্ডারের সেঞ্চুরিতে ৫৭৫ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ১৬ বলে ৬, মাহমুদুল জয় ৩১ বলে ১১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুমিনুল হক। এরপর জাকির হাসানকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে দলীয় ৪৩ রানে ২৬ বলে ৭ রান করে আউট হন জাকির।

আরও পড়ুন

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয় একশো রানের আগেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। জাকির ৭, মুশফিকুর রহিম ২, মেহেদী হাসান মিরাজ ৬, শান্ত ৩৬ ও তাইজুল ১ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও হাসান মাহমুদের ব্যাটে ভর করে একশো পেরোয় বাংলাদেশ। তবে দলীয় ১৩১ রানে ৬৪ বলে ২৯ রান করে আউট হন অঙ্কন। আর শেষ ব্যাটার হিসেবে নাহিদ রানা আউট হলে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে কেশভ মহারাজ নেন ৫টি উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটন মাদারবোর্ডে (পিসিবিএ) হচ্ছে আমেরিকার সিকিউরিটি ডিভাইস

ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ নিহত

সুন্দরবনে মাছ ধরার অভিযোগে ৫ জেলে আটক

আমাদের বিশ্বাস রাখতে হবে সুপার ফোরে খেলার: মুশতাক

জাতীয় স্বার্থের বাইরে পিআর চাইলে ভয়ংকর পরিণতি ডেকে আনবে: সালাহউদ্দিন