চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় সেশনেও ব্যর্থ টাইগার বোলাররা

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে দারুণ ব্যাটিং করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনে এক উইকেট তুলে নিলেও দ্বিতীয় সেশনে উইকেট পেতে ব্যর্থ হয়েছে টাইগাররা বোলাররা। সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার টনি ডি জর্জি। তার সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে চা-বিরতিতে প্রোটিয়ারা। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই প্রোটিয়া ওপেনার মার্করাম ও টনি ডি জর্জি। টাইগার বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা। ৬৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ইনিংসের ১৮তম ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ৫৫ বলে ৩৩ রান করা মার্করামকে সাজঘরে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। প্রোটিয়া অধিনায়কের বিদায়ের পর ক্রিজে আসা ট্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ডি জর্জি।
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই ফিফটি তুলে নেন ডি জর্জি। এরপর ফিফটির দেখা পান স্টাবসও। টাইগার বোলারদের হতাশ করে রানের চাকা সচল রাখেন এই দুই প্রোটিয়া ব্যাটার। ১৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন ডি জর্জি। এটি তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। ৫৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে চা-বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। ডি জর্জি ১৫২ বলে ১০১ ও স্টাবস ১৩১ বলে ৬৫ রানে অপরাজিত আছেন।
আরও পড়ুনমন্তব্য করুন