ভিডিও

৪ বিচারপতির গাড়িতে হামলা; আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা 

প্রকাশিত: আগস্ট ০৪, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট: আগস্ট ০৫, ২০২৪, ১০:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: চলমান আন্দোলনকে কেন্দ্র করে কারফিউ পরিস্থিতিতে সারা দেশের সব আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রবিবার (৪ আগস্ট) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসন এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনা সংক্রান্তে বাংলাদেশের প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা দিয়েছেন।

১. বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ও এর সব দফতর ও শাখাগুলো যথারীতি বন্ধ থাকবে।

২. বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম ও এর সব দফতর ও শাখাগুলো যথারীতি বন্ধ থাকবে।

৩. এছাড়াও দেশের সব অধস্তন আদালতগুলোর বিচারিক কার্যক্রম ও এর সব দফতর শাখাগুলো যথারীতি বন্ধ থাকবে এবং

৪. প্রধান বিচারপতি জরুরি বিষয়ে প্রয়োজন সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে বিচারকার্য পরিচালনা শেষে বাড়ি ফেরার পথে মৎস্যভবন সংলগ্ন এলাকায় সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াত চৌধুরীসহ মোট চার জন বিচারপতির গাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে কোর্ট প্রশাসন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS