ভিডিও রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

মোদির গাড়ি লক্ষ্য করে চপ্পল নিক্ষেপ!

মোদির গাড়ি লক্ষ্য করে চপ্পল নিক্ষেপ!, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী গাড়িতে চপ্পলসদৃশ্য বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সরকারি কর্মসূচিতে বারাণসী গিয়েছিলেন মোদি। তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম নিজ নির্বাচনি আসনে পা রাখেন তিনি। আর তার নিজ নির্বাচনি এলাকাতেই ঘটেছে এমন ঘটনা।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রীর বুলেট প্রতিরোধী গাড়ির ওপর উড়ে এসেছে পড়ে একটি বস্তু। নেটিজেনেদের মতে, বস্তুটি আর কিছু নয়, হাওয়াই চপ্পল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোদীর গাড়িবহর সে সময় বারাণসীর দশাশ্বমেধ ঘাটের দিক থেকে কেভি মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। সেই সময়ই তার গাড়ি লক্ষ্য করে উড়ে আসে একটি বস্তু। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঠিক ১৯ সেকেন্ডের মাথায় মোদির বুলেট প্রতিরোধী গাড়ির বনেটের ওপর একটি জিনিস উড়ে এসে পড়ছে, এক নিরাপত্তা কর্মকর্তা দ্রুত সেই বস্তুটি সরিয়ে দিচ্ছে। নেটিজেন এবং স্থানীয়দের একাংশের মতে, উড়ে আসা সেই জিনিসটি হাওয়াই চপ্পল। 

আরও পড়ুন

আবার উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওটি ছিল একটি মোবাইল। তবে বস্তুটি যা-ই হোক, এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় যে গলদ ধরা পড়েছে, তা স্পষ্ট। ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে কোনও উদ্দেশ্য ছিল না।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকেই ভাইরাল হওয়া ভিডিয়োটি স্থানীয় কংগ্রেস নেতারা নিজেদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শেয়ার করতে থাকেন। তাদের বক্তব্য, ওটি হাওয়াই চপ্পল। জনরোষেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। যদিও ‘মোদি-মোদি’ স্লোগান দিতে থাকা অত্যুৎসাহী জনতার ভিড়ে কী ভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন কিংবা প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কিছু জানায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া!

বলিভিয়ায় সামরিক ঘাঁটি দখল করে ২০০ সৈন্যকে জিম্মি

হোয়াইটওয়াশের শঙ্কায় ভারত

মধ্যপাড়া খনি: পাথর উত্তোলনে রেকর্ড

কুমিল্লায় পূর্ববিরোধের জেরে গার্মেন্টস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরের বুড়িগঙ্গা পেট্রোল পাম্প থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ২