ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শাটিকাপ ও সিনপাট- এর পর এবার আসছে 'দেলুপি'

শাটিকাপ ও সিনপাট- এর পর এবার আসছে 'দেলুপি'

জনপ্রিয় ওটিটি সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’- এর পর এবার বড় পর্দার জন্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। তার নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমার নাম ‘দেলুপি’।

২০২২ সালে মুক্তি পাওয়া ‘শাটিকাপ’ এবং ২০২৪ সালের ‘সিনপাট’—এই দুটি সিরিজই আঞ্চলিক গল্প ও বাস্তবতার নিখুঁত চিত্রায়ণের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার সেই ধারা ধরে রেখেই নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন এই নির্মাতা।

তাওকীর ইসলাম জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, তাদের বাস্তবতা এবং সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির কাহিনি তৈরি করা হয়েছে। এটি কাল্পনিক বাস্তবতা হলেও দেশের সর্বস্তরের দর্শক এর সঙ্গে নিজেদের জীবন মেলাতে পারবেন। সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী সবাই স্থানীয়।

নির্মাতা বলেন, ‘আমি সবসময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। দেলুপি মূলত সেই চেষ্টারই আরেক ধাপ। এই সিনেমার প্রতিটি চরিত্র, প্রতিটি ফ্রেম আসলে মানুষ ও তাদের জীবনের অংশ। আমার কাছে সবসময় বেশি গুরুত্বপূর্ণ ছিল সত্যিকার অনুভূতি তুলে ধরা। তার মতে, গল্পেই লুকিয়ে আছে এই সিনেমার শক্তি।

আরও পড়ুন

ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘দেলুপি’।

প্রযোজনা প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে তাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘দেলুপি’-র নির্মাণের ঘোষণা দেয়। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa