নান্দনিক শহর গড়ার প্রত্যয় নারদ নদে আবর্জনা না ফেলার আহবান
নাটোর প্রতিনিধি : পরিস্কার নদী মানে প্রাণবন্ত প্রকৃতি ও সুস্থ পরিবেশ। নদকে দূষণমুক্ত রাখা শুধু প্রশাসন নয়, এটি আমাদের সকলের দায়িত্ব। আসুন, নান্দনিক নাটোর গড়ার প্রত্যয়ে যেখানে সেখানে ময়লা-আবর্জনা বা বর্জ্য ফেলা থেকে বিরত থাকি এবং নারদ নদ রক্ষা করি এই প্রত্যয় নিয়ে নাটোর শহরের মধ্যদিয়ে প্রবাহিত নারদ নদের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের লিয়াকত আলী ব্রিজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, নাটোর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন, সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামীম ভূইয়া, নাটোর পৌরসভার নির্বাহী অফিসার (পিএনও) মো. রবিউল হক প্রমুখ।
নাটোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পিএনও) মো. রবিউল হক জানান, দীর্ঘদিন ধরে শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া নারদ নদটি কচুরীপানা, ঘাস ও ময়লা-আর্বজনায় বেষ্টিত থাকায় মশা-মাছির উৎপত্তি, দুর্গন্ধ ছড়ানোসহ নানা ভাবে পরিবেশ প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ছিল।
আরও পড়ুনএ অবস্থায় পৌর নাগরিকসহ সুশীল সমাজ নারদ পরিস্কার-পরিচ্ছন্ন করার দাবি জানিয়ে আসছিলেন। এরই প্রেক্ষিতে সম্প্রতি জেলা প্রশাসনের নদী রক্ষা কমিটির এক বৈঠকে নারদ পরিস্কার-পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের উদ্যোগ এবং নাটোর পৌরসভার তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার থেকে নারদ নদের ময়লা-আবর্জনা বা বর্জ্য এবং কচুরীপানা অপসারণ ও পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে শহরের পৌর এলাকার তেবাড়িয়া ব্রিজ থেকে নবীনগর (দক্ষিণ পটুয়াপাড়া) পর্যন্ত নারদ নদের প্রায় ২ কিলোমিটার এলাকা পর্যন্ত পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হবে। বিশেষ করে নদের ভিতরে থাকা ৬টি স্পটকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে কার্যক্রম চলছে। এ কাজে নাটোর পানি উন্নয়ন বোর্ড সহযোগিতা করছে।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, নাটোরের সৌন্দর্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। আমরা আজকে হয়তো একটি নদ পরিস্কার করছি। আমরা ঐক্যবদ্ধভাবে অঙ্গিকার করছি-নাটোরকে জঞ্জাল মুক্ত করা হবে। পাশাপাশি পরিস্কার করার জন্য যা প্রয়োজন আমরা সবাই মিলে একসাথে করবো। এতে নাটোর একটি সমৃদ্ধ নগরীতে রূপান্তরিত হতে পারে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


