ভিডিও শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

বগুড়ার শেরপুরে দা দিয়ে ছাগল দুই ভাগ! নারী-শিশুকে হত্যার হুমকি

বগুড়ার শেরপুরে দা দিয়ে ছাগল দুই ভাগ! নারী-শিশুকে হত্যার হুমকি, ফাইল ছবি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে এক শিক্ষক পরিবারের পালিত ছাগল দা দিয়ে কুপিয়ে দুই ভাগ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশি সজিব হাসানের (৩০) বিরুদ্ধে। শুধু তাই নয়, তার স্ত্রী ও পাঁচ বছরের শিশুকেও হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক। অভিযুক্ত সজিব হাসান উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামের মৃত আব্দুর রহমান বাটুর ছেলে।

ভুক্তভোগী আল মাহমুদ জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগলকে ঘাস খাওয়ার জন্য বাঙালি নদীর চরে ছেড়ে দেন। দুপুর ১২টার দিকে স্ত্রী ও শিশু মেয়ে মেহজাবিন মানহা ছাগল আনতে গেলে একই গ্রামের সজিব হাসান হাতে ধারালো রামদা নিয়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। গালিগালাজ করতে নিষেধ করায় সজিব ক্ষিপ্ত হয়ে একটি খাসি ছাগলের ঘাড়ে দা দিয়ে কোপ মেরে দুই ভাগ করে হত্যা করে, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। পরে তার স্ত্রী-সন্তানকে হত্যার উদ্দেশ্যে তাড়া করলে তারা দৌড়ে বাড়িতে আশ্রয় নেন। এ সময় অন্য দুইটি ছাগলকেও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এই ঘটনায় শিক্ষক আল মাহমুদ শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি এস এম মইনুদ্দিন করতোয়াকে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ডিবি পুলিশের উপর মাদক কারবারীদের হামলা 

‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী 

নরওয়ের মন্ত্রীকে ফোন করে নোবেল পুরস্কার চেয়েছেন ট্রাম্প

আল বটর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক

বগুড়ার কাহালুতে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আহত

রংপুরে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী