ভিডিও মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৫, ১২:৫৮ রাত

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ফেন্সিডিল উদ্ধারসহ ৫ জন  মাদকব্যবসায়ী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : র‌্যাব-১৩’র পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং ২ জন নারীসহ ৫ জন  মাদকব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার সদর থানার ৮ নং গুকুন্ডা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের আফজালনগর গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত আসামীদের সঙ্গে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ৯৭ বোতল ফেন্সিডিল ও ৩ টি মোটরসাইকেল জব্দসহ ৫ জন মাদক ব্যবসায়ী  গ্রেফতার করে।

আরও পড়ুন

গ্রেফতারকৃতরা হলেন, মোছাঃ সুমি বেগম (২৫), মোঃ রুবেল মিয়া (৩৯), মোঃ আজিজুল হাকিম নাইম (২৫), মোঃ নাদিম (৩৫) ও মোছাঃ এশা মনি (১৮)। এছাড়াও পৃথক অভিযানে বুধবার সকালে র‌্যাব-১৩, সদর কোম্পানী দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ৬নং বাউরা ইউপির ৩নং ওয়ার্ডস্থ জামগ্রামে  পলাতক আসামী আরিফের (৩৫) বাড়ীতে অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। র‌্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী কার্যক্রমের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়া দিবস আজ

কোরআন মাহফিলে বয়ানরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বক্তা

শীতে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি: হার্ট ভালো রাখতে যা খাবেন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তের পথে: শিক্ষা মন্ত্রণালয়

বিপিএলে রাজশাহী দল নিয়ে সুখবর দিলেন হান্নান সরকার

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত