রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
রংপুর প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিভাগীয় নগরী রংপুরে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় নগরীর পাবলিক লাইব্রেরি মাঠের নব-নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ।
সকালে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসক মো. রবিউল ফয়সাল এবং পুলিশ সুপার মো. আবু সাঈম।
পরে শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেনের নেতৃত্বে শহিদ পরিবার, আহতরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহিদ পরিবার, আহত ও সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনএদিকে দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শাপলা চত্বর থেকে শহিদ আবু সাঈদ চত্বর পর্যন্ত এক র্যালি বের হয়। একই সময়ে নগরীর সদর হাসপাতাল মসজিদ থেকে ‘শুকরিয়া র্যালি’ বের করে উলামা জনতা ঐক্য পরিষদ রংপুর।
বেলা ১১টায় রংপুর আইনজীবী সমিতির আয়োজনে শহিদ আবু সাঈদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে, বেলা সোয়া ২টায় টাউন হল চত্বর থেকে রংপুরের সর্বস্তরের ফ্যাসিস্ট বিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিজয় মিছিল বের হয়।
বেলা ৩টায় সিটি পার্ক মার্কেটের সামনে ‘জুলাই অভ্যুত্থান’-এর বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রংপুর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগেও একটি মিছিল বের করা হয়। এছাড়াও, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


