বগুড়ায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ নিশাদ (২৫) কে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২,সিপিএসসি, বগুড়ার সদস্যরা শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত নিশাদ শিবগঞ্জ উপজেলার হাটখোলা এলাকার ফজলুল হকের ছেলে।
র্যাব সূত্র জানায়, ধৃত নিশাদ ২০২১ সালে ক্লাস সেভেনে পড়ুয়া এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত করে আসছিল। এরপর নিশাদ মেয়েটিকে বগুড়া শহরের চারমাথাস্থ একটি আবাসিক হোটেলে নিয়া বিভিন্ন প্রকার প্রলোভন দিয়া জোড়পূর্বক ধর্ষণ করে। এরপর সেই ধর্ষনের দৃশ্য গোপন ছবি ও ভিডিও ধারণ করে নিশাদ।
পরে বিষয়টি জানতে পেরে ওই কিশোরীর মা তার মেয়ের সাথে নিশাদের যোগাযোগ বন্ধ করে দেন। এতে নিশাদ ক্ষিপ্ত হইয়া উঠে এবং ওই কিশোরীর ক্ষতি করার হুমকি দিতে থাকে। এ অবস্থায় আসামি নিশাদ একটি ফেক ফেসবুক আইডি খুলে ২০২১ সালে গোপনে ধারণকৃত ধর্ষণের ভিডিও ওই কিশোরীর নাম ও ছবি ব্যবহার করে নিজে ও তার সহযোগী আসামিদের সহায়তায় ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
উক্ত ঘটনাটি আশে পাশের লোকজন জেনে গেলে আসামিরা তার পরিবারকে মামলা না করার জন্য হুমকি এবং চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু পরবর্তীতে মেয়েটির মা বাদি হয়ে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
আরও পড়ুনমামলার প্রেক্ষিতে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের ভাগখোলা গ্রাম এলাকায় উল্লিখিত ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ নিশাদ (২৫) অবস্থান করছে।
পরে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১২, অধিনায়ক এর দিকনির্দেশনায় গত ৪ আগষ্ট রাত সোয়া একটার দিকে মোকামতলা ইউনিয়নের ভাগখোলা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ নিশাদ (২৫)কে গ্রেফতার করা হয়। এরপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে৷
মন্তব্য করুন