ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৫ আগস্ট) বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান-

রাকাব : দিবসটিতে রাকাব’র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ঢাকাস্থ মানিক মিয়া এভিনিউ-এ ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন অনুষ্ঠানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম।

এসময় উপস্থিত ছিলেন আইসিসি মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এবং ঢাকা কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক মোখলেসুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। রাজশাহী’র সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে দিবসটি উপলক্ষ্যে জুলাই শহিদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলামসহ রাকাব প্রধান কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট; বিভাগীয় কার্যালয়, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; এসইসিপি, রাজশাহী; জোনাল কার্যালয়, রাজশাহী; জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী; স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এছাড়াও রাকাব কর্মচারী সংসদ (সিবিএ); রাকাব অফিসার্স এসোসিয়েশন; রাকাব কর্মকর্তা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ পৃথকভাবে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে রাকাব প্রধান কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফেরাত ও আহত যোদ্ধাদের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাজশাহী শিক্ষা বোর্ড : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়। এ উপলক্ষে স্থানীয় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম মোফাখখারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, অত্র বোর্ডের সচিব ড. শামিম আরা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) জহুরুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) ইব্রাহিম হোসেন প্রমুখ। এ সময় অত্র বোর্ডের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল হাসেম মো. রহমাতুল্লাহ।

বাম গণতান্ত্রিক জোট : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে সকালে শহরের সাতমাথায় মুক্তিযোদ্ধা সংসদের সামনে সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেণ বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক জেলা বাসদ’র আহ্বায়ক এড. সাইফুল ইসলাম পল্টু। বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নাহ, সাধারণ সম্পাদক অমিনুল ফরিদ, জেলা বাসদ’র সদস্য সচিব এড. দিলরুবা নূরী, বাসদ জেলা সদস্য সাইফুজ্জামান টুটুল, সাজেদুর রহমান ঝিলাম, সাব্বির আহম্মেদ রাজ, নিয়তি সরকার নিতু প্রমুখ।

পুণ্ড্র ইউনিভার্সিটি : বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে দিবসটি পালনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বোর্ড অবট্রাস্টিজ (বিওটি)এর ভাইস চেয়ারম্যান রোটা. ডা. মতিউর রহমান পিএইচডি, বিওটি সদস্য ও বিসিএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর টিএম আলী হায়দার এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনসার আলী তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ।

এছাড়া আরো বক্তব্য রাখেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার। স্মৃতিচারণমূলক আলোচনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী তাসমিয়া খান, রায়হান ইসলাম, মেহেদী হাসান সৈকত ও সাব্বির হোসাইন। এসময় আরও উপস্থিত ছিলেন টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান নান্নু, বিওটি সচিব মো. খোরশেদ আলম, প্রক্টর সাব্বির হাসান, উপদেষ্টা (ছাত্রকল্যাণ) মো. নাজমুল হক, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মো. জাহেদুল আলম, এস্টেট অফিসার মো. নজরুল ইসলামসহ প্রমুখ।

ইসলামী আন্দোলন : ইসলামী আন্দোলন বগুড়া সদর উপজেলা শাখার উদ্যোগে বিকেলে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়ে। গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল হক আজাদ। সদর উপজেলা সভাপতি মুফতী এমদাদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি সহকারী অধ্যাপক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা আনম মামুনুর রশীদ।

উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন, ফরহাদ হোসেন মন্টি, সোহরাব হোসেন, নাইম হাসান প্রমুখ। আলোচনা শেষে ফতেহ আলী মোড় থেকে গণমিছিল বে’র হয়ে শহর প্রদক্ষিণ করে।

শিক্ষক কর্মচারী ঐক্যজোট, বগুড়া : দিবসটি উপলক্ষ্যে শহিদদের প্রতি শ্রদ্ধা প্রদান উপলক্ষ্যে সংগঠনের জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। মাহিনুর রহমানের সঞ্চালনায় ও হাফিজুর রহমানের সভাপতিত্বে সাতমাথায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ঐক্য জোটের জেলা সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব আাজিজুল হক রাজা। আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বাশিস কেন্দ্রীয় কমিটি ও সদস্য সচিব, বগুড়া জেলা শাখা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি আব্দুল হাই, অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, বুলবুল হাসান, আব্দুল আলীম, তোফায়েল আহম্মেদ প্রমুখ।

বাপুস বগুড়া : সংগঠনের বগুড়া জেলা শাখার উদ্যোগে সমিতির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া করা হয়। দোয়ার আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাপুস কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সাধারণ সম্পাদক নজমুল হক সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার উপদেষ্টা মশিউর রহমান মিঠু, সহ-সভাপতি এফজেডএম ফারুক খসরু ও মনসুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহাদৎ উল কামাল জাফর, কোষাধ্যক্ষ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য আব্দুস সালাম, প্রফুল্ল্য কুমার মোহন্ত, মিলন সরকার, তরিকুল ইসলাম কাজল, আরিফুর রহমান আরিফ, বেলাল হোসেন ও সাইফুল ইসলাম।আলোচনা সভা শেষে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। 

নন্দীগ্রাম (বগুড়া) : উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুরে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়। পরে মীর মুগ্ধ চত্বরে উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোশারফ হোসেন।

এতে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইয়াছিন আলী, গোলাম মোস্তফা, রেজাউল করিম জায়দার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা  ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে বিএনপি’র দলীয় কার্যালয় চত্বরে সমাবেশ শেষে বিজয় র‌্যালি বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, বিএনপি নেতা গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, মোতালেব হোসেন, আনোয়ার হোসেন হিটলু, মনছুর আলী প্রমুখ। এদিকে দিবসটিতে গণমিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত।

বিকেলে আসর নামাজ শেষে দলীয় কার্যালয় থেকে গণমিছিলটি বের করা হয়। মিছিল শেষে বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনুছ আলী, মাওলানা তরিকুল ইসলাম, গোলাম রব্বানী, গোলাম মোস্তফা, এমদাদুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবিব পল্টু, যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি নকিব রায়হান প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) : এ উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের আয়োজনে পৃথক পৃথকভাবে দিবসটি পালিত হয়েছে। এ দিন সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ আবু রায়হানের কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম।

দুুপুরে উপজেলা প্রশাসন জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন খতিব মাওলানা আজিজুর রহমান। এ দিন বিকালে উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে বিজয় র‌্যালি বের করা হয়। জেলা বিএনপি’র সহ-সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, বিএনপি নেতা মেশকাতুর রহমান, জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে মিছিলটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

অপরদিকে উপজেলা যুবদলের আয়োজনে যুবদল কার্যালয় থেকে পৃথকভাবে বিজয় র‌্যালি বের করা হয়। এ দিকে একই দিন বিকেলে জামায়াত উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা ওমর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কেএম হেলালুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা আমির মাওলানা আব্দুল হক সরকার, সহ সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, জেলা কর্ম পরিষদের সদস্য মো. তাজ উদ্দিন, দুপচাঁচিয়া আদমদীঘি আসনের জামায়াতের মনোনীত প্রার্থী গুনাহার ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের নূর, উপজেলা জামায়াতের সাবেক আমির মুনছুর আলী, আব্দুল গনি মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।

পরে এক গণমিছিল বের করা হয়। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপচাঁচিয়া শাখার আয়োজনে গণমিছিল অনুষ্ঠিত হয়। অধ্যাপক শাহজাহান আলী তালুকদার, আব্দুস সালাম সরদার, মাওলানা আলী আকবরের নেতৃত্বে গণমিছিলটি সদরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে। সকালে হেফাজতে ইসলামী দুপচাঁচিয়া শাখার আয়োজনে শহিদ যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিশিগাড়ী কওমি মাদ্রাসা চত্বরে সংগঠনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ঈমাম-মোয়াজ্জিম সমিতির সভাপতি উপাধক্ষ্য মাওলানা আজিজুর রহমান, মডেল মসজিদের ইমাম মাওলানা মুফতি যোবায়ের হোসেন প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহিদ রনি ও শহিদ সেলিম মাস্টারের কবরে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীন, কৃষি অফিসার আব্দুল হান্নান।

বিকেলে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে মিছিল বের করা হয়। পরে আমতলীতে সমাবেশ পৌর বিএনপির সভাপকি বুলবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা মাহবুব আলম মানিক, আব্দুল করিম, হারুনুর রশিদ, আনোয়ারুল ইসলাম, মীর শাকলাইন আলম সীমান্ত, তাহেরুল ইসলাম, ফারুক আহম্মেদ, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আব্দুল্লাহ জোবায়ের, মাহাদী হাসান তমাল প্রমুখ।

এ দিকে উপজেলা জামায়তের আয়োজরে বিকেলে মীর মুগ্ধ স্কয়ারে দিবসটি উপলক্ষ্যে গণজমায়েত উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য মাওলানা আব্দুল বাছেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজজামান। বক্তব্য রাখেন জামায়াত নেতা আব্দুল হালিম বিপ্লব, আনিছুর রহমান, মাওলানা আলাল উদ্দিন, মাছুদ চৌধুরী, সিহাব উদ্দিন, আনোয়ার হোসেন প্রমুখ।

সভা শেষে একটি মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। দুপুরে ইসলামী আন্দোলন আয়োজনে র‌্যালি শেষে মুগ্ধ স্কয়ারে আলোচনা সভা উপজেলা সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী জামাল উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, মাহমুদুল হাসান, পৌর কমিটির সাইদুর রহমান প্রমুখ।

শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন কলেজের আয়োজনে র‌্যালি বের হয়। র‌্যালিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ব্যানার ও পোস্টার নিয়ে অংশ নেন। র‌্যালি শেষে কলেজ হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আসাদ।

গাবতলী (বগুড়া) : উপজেলা বিএনপি’র আয়োজনে বিজয় র‌্যালি হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোশেদ মিল্টন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির এনামুল হক নতুন।

এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, নজরুল ইসলাম টুকু, নজমুল হোসেন, মফিদুল ইসলাম, জুলফিকার হায়দার গামা, নুরুল ইসলাম, নবির হোসেন ও মকবুল হোসেন, আব্দুল্লাহেল বাকী, হারুনুর রশিদ হারুন, মুঞ্জুর মোশেদ, ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, সুরাইয়া জেরিন রনি, ডিসেন্ট আহম্মেদ সুমন, সাজেদুর রহমান সুজন, জসিউর রহমান সোহেল, আব্দুল গফুর টুকু, আকতারুজ্জামান লিটন, মোরশেদ আলামিন লেমন ও মিজানুর রহমান মিন্টু, মমিনুল হাসান মমিন ও সাহাদৎ হোসেন খান সাগর, ফারুক আহম্মেদ, আবু তালেব শাহিন, আবু তাহের খন্দকার, মিনহাজুল ইসলাম ও এমআর ইসলাম রাখু, মোস্তফিজার রহমান রনজু, এমএ পান্না, আবু আছাদ, এমআর ইসলাম রিপন, জুবাইদুর রহমান গামা, শফিকুল ইসলাম ভূধন, আতিকুর রহমান পিন্টু, শফিকুল ইসলাম শফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শেষে বিএনপির নেতারা শহিদদের কবর জিয়ারত করেন। পৌর বিএনপির উদ্যোগে একই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গাবতলীর তিন শহিদ জিল্লুর রহমান জিল্লু, শাকিল হাসান মানিক ও সাব্বির হাসানের সমাধিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেন।

শেরপুর (বগুড়া) : উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের উদ্যোগে আলাদা আলাদা বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। বিকেলে অনুষ্ঠিত মিছিলগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। বিকেলে উপজেলা বিএনপির আয়োজিত বিজয় মিছিলে নেতৃত্ব দেন বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, মাহবুবুল আলম হিরু, আসিফ সিরাজ রব্বানী সানভী, গোলাম মাহবুব প্যারিস, আব্দুল মমিন, মামুনুর রশিদ আপেল, মোস্তাফিজার রহমান নিলু, তৌহিদুজ্জামান পলাশ প্রমুখ। অপরদিকে একই সময়ে পৌর বিএনপি আলাদাভাবে বিজয় মিছিল করেছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব জানে আলম খোকা, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, বিএনপি নেতা শাহ আলম পান্না, শফিকুল ইসলাম শফিক, হাসানুল মারুফ শিমুল, আমিনুল ইসলাম শাহিন, আরিফুর রহমান মিলন প্রমুখ। জামায়াত উপজেলা ও শহর জামায়াত আয়োজিত বিজয় মিছিলে নেতৃত্ব দেন বগুড়া-৫ আসনের জামায়াতের প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জামায়াত শেরপুর উপজেলা শাখার সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, মাওলানা কাজী আবুল কালাম আজাদ প্রমুখ । জাতীয় নাগরিক পার্টি জামায়াতের কর্মসূচিতে যোগ দিয়ে একই সাথে বিজয় মিছিল করেছে। ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা আয়োজিত বিজয় মিছিলে নেতৃত্ব দেন বগুড়া-৫ আসনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু।

কাহালু (বগুড়া) : উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে দিবসটিতে বিকেলে কাহালু বাজার রেলওয়ে বটতলায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন।

উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন প্রামানিক, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, আব্দুল করিম, মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক মো. শাহাবুদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা সদরে বিজয় র‌্যালি বের করা হয়।

উপজেলা জামায়াতের উদ্যোগে সমাবেশ ও  গণমিছিল  করা হয়েছে। বিকেলে কাহালু পৌর মঞ্চে এ সমাবেশের  আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস শাহীদ খানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল মোমেন, জামায়াত নেতা অধ্যাপক মাওলানা শহীদুল্লাহ, শহিদুর রহমান সবুজ, ছাত্রশিবির নেতা সাইয়্যেদ কুতুব শাব্বির, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি মন্জুরুল ইসলাম রাজু, অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, মাওলানা বেলায়েত হোসেন প্রভাষক আব্দুল মোমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, মাওলানা আবু ইউসুফ প্রমুখ।

সোনাতলা (বগুড়া) : বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে স্থানীয় শহিদ সৈকত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা, জিয়াউল হক শান্তু, দপ্তর সম্পাদক জেএম কামাল, ভিপি এমদাদুল হক টুকু, রুহুল আমিন রঞ্জু মাস্টার, আব্দুল হাই মাস্টার, ওয়ালেদুল হাসান লেলিন, রবিউল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, সেলিম রেজা বাবলা, আহসান হাবীব মোহন, মোস্তাক আহমেদ তরুণ, মোকারম হোসেন মাস্টার, সভাপতি রফিকুল ইসলাম হান্নু, শহিদুল ইসলাম মুকুল, জহুরুল ইসলাম শেফা, আনিছুর রহমান আনিছ, জরিফুল ইসলাম, মোনারুল ইসলাম লিটু, রনি প্রমুখ।

ধুনট (বগুড়া) : উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনের বিজয় মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধুনট বাজারে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। শেষে কলাপট্টি এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়ির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সাংঠনিক সম্পাদক মুনজিল হোসেন। অপর দিকে বিকেলে ধুনট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৃথক আর একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

পরে সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুল মন্ডল। সমাবেশে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, মাহবুবুর রহমান ফিরোজ, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন ও রাশেদুজ্জামান উজ্জল। এছাড়া উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদের নেতৃত্বে পৃথক একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

শাজাহানপুর (বগুড়া) : উপজেলা বিএনপি’র মিছিল ও সমাবেশের আয়োজন করে। উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এড. আব্দুল বাছেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি।

মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সহ-সভাপতি বজলুর রহমান নিলু, সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, উপজেলা যুবদল আহবায়ক সোহেল আরমান রাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, মহিলা দল সভানেত্রী কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি খাতুন, আব্দুস সোবাহান পুটু, মজিদ ভেটু, রেজাউল করিম রেজা, আজিজুল ইসলাম প্রমুখ।

সারিয়াকান্দি (বগুড়া) : দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকালে দুর্গম চরাঞ্চলে শহিদ রহমতের কবরে পুষ্পমাল্য অর্পণ করে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম, চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। একই সময়ে উপজেলা বিএনপি’র আয়োজনে শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সেখানে বক্তব্য রাখেন-বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, উপজেলা বিএনপির সভাপতি এড. নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, শ্যামল মাহমুদ, সাদেক আজিজ লাবলু, সিরাজুল ইসলাম ফুল প্রমুখ। বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে শোভাযাত্রা বের হয়।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, সহ-সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন, আনোয়ার হোসেন বিপ্লব প্রমুখ। একই সময়ে পৌর বিএনপির আয়োজনে আনন্দ শোভাযাত্রা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। সেখানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি শাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এড. শরিফুল ইসলাম হিরা, শাহজাত হোসেন পল্টন প্রমুখ।

পাঁচবিবি (জয়পুরহাট) : উপজেলায় শহিদ বিশালের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সকালে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমনা রিয়াজ উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের শহিদ নজিবুল সরকার বিশালের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, শহিদ বিশালের বাবা মাজিদুল সরকার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী প্রমুখ।

আক্কেলপুর (জয়পুরহাট) : দিবসটিতে উপজেলা বিএনপি ও জামায়তে ইসলামী পৃথক পৃথকভাবে রালি  করেছে। র‌্যালি  শেষে পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’রর সভাপতি কামরুজ্জামান কমল, সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা,  রফিকুল ইসলাম চপল প্রমুখ। অপরদিকে জামায়াতের উপজেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামাতের সহ-সেক্রেটারি রাশেদুল আলম সবুজ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা শফিউল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান, পৌর আমির জাকারিয়া হোসেন প্রমুখ।

সিরাজগঞ্জ : এদিন সকালে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া কবরস্থানে শহিদ আব্দুল লতিফ, শহিদ সুমন ও কান্দাপাড়া কবরস্থানে শহিদ সোহানুর রহমান খান রঞ্জুর কবর জিয়ারত করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাবেক সহ-সভাপতি এসএম তফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়েছে। সকালে শহিদদের স্মরণে গাইবান্ধা শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পিত হয়। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এঞ্জেলা, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরে দিবস উপলক্ষ্যে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে শহিদ সুজন মিয়ার কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়াও গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। একইদিনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বাসদ (মার্কসবাদী) ও গণসংগঠনের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, গোলাম ছাদেক লেবু প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ) : বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি র‌্যালি তাড়াশ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন বিএনপি’র সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সরদার আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, খন্দকার আব্দুল বারিক অধ্যাপক আব্দুর রহিম, জয়নুল আবেদীন মাহবুব শাহ আলম প্রমুখ।

রৌমারী (কুড়িগ্রাম) : সকালে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠন ও জামায়াতে ইসলামীর সকল অঙ্গ সংগঠন গণমিছিল ও র‌্যালি করে। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আজিজুর রহমান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপি সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান পলাশ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম রানা প্রমুখ। অপরদিকে জামায়াতে ইসলামীর পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা আমির সাবেক অধ্যক্ষ হায়দার আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মান্দা (নওগাঁ) : কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ মতিন। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী প্রমুখ। শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ধামইরহাট (নওগাঁ) : উপজেলা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি এমএ ওয়াদুদ, সাধারণ সম্পাদক ব্যবসায়ী আলহাজ মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক ব্যবসায়ী আনারুল ইসলাম মন্ডল প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) : এ উপলক্ষ্যে আয়োজিত মিছিলে নেতৃত্বে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। মিছিল শে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন কারাদন্ডাদেশ

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ প্রধান আসামি গ্রেফতার

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের গণমিছিল