ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২২ জুন, ২০২৫, ০৯:১৩ রাত

ইরানে চলমান সংঘাত নিয়ে বাংলাদেশের উদ্বেগ

মুখপাত্র শাহ আসিফ রহমান

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

আজ রোববার (২২ জুন) এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যের একটি ইতোমধ্যে নাজুক অঞ্চলের স্থিতিশীলতাকে আরও বিপর্যস্ত করার ঝুঁকি তৈরি করছে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ওই বিবৃতি পড়ে শুনিয়ে মুখপাত্র শাহ আসিফ রহমান বলেন, “বাংলাদেশ ইসলামি প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান হলো—যেকোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টাকে প্রাধান্য দেওয়া। এ অবস্থানে অটল থেকে বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে—এমন পদক্ষেপ থেকে বিরত থাকার অনুরোধ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিরসনে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ও কার্যকর ভূমিকা অত্যন্ত প্রয়োজন।

আরও পড়ুন

বাংলাদেশ মনে করে, গঠনমূলক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলার মাধ্যমেই টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব। এই বিবৃতির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শান্তির পক্ষপাতী দেশ হিসেবে তার নীতিগত অবস্থান আবারও স্পষ্ট করল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড

এভারকেয়ার থেকে বিমানবন্দরের পথে ওসমান হাদি