লক্ষ্মীপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরের রামগতিতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রাজু (১৮) ও শরীফ (২৪) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৩ জুন) পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর মা বাদী হয়ে ৪ জনকে আসামি করে রামগতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্তরা রামগতির চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের বাসিন্দা।
অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার (১১ জুন) সকালে বাড়ির পাশে ছাগল বেঁধে এসেছিলেন ওই কিশোরী। ঐ দিন দুপুর ১ টার দিকে ছাগলটি আনতে গেলে জুয়েল (১৮), আজাদ (১৭), রাজু (১৮) ও শরীফ (২৪) তার হাত-পা বেঁধে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনা কাউকে না জানাতে অভিযুক্তরা কিশোরীর পরিবারকে নানা হুমকি ধমকি দেয়।
আরও পড়ুন
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত শরীফকে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের নিজ বাড়ি থেকে ও মামলার প্রধান আসামি রাজুকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)


