এবার ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিস্কারের ঘটনা
আন্তর্জাতিক ডেস্ক : ভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। পাল্টা হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার পাকিস্তান ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তার কর্মকাণ্ড তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পাকিস্তান সরকার ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তিনি এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিলেন যা তার বিশেষ মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
এতে আরও বলা হয়, গতকাল মঙ্গলবার ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের চার্জ ডি অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে, ভারতও গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করেছিল।
আরও পড়ুনভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ওই কর্মকর্তা ভারতে ‘তার পদমর্যাদার সঙ্গে বেমানান কার্যকলাপে লিপ্ত ছিলেন’ এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছিল। চার দিনের সামরিক উত্তেজনার মধ্যেই দুই প্রতিবেশী দেশের মধ্যে এই ঘটনা ঘটল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1765730436.jpg)



