ভিডিও বুধবার, ০২ জুলাই ২০২৫

ভারত-পাকিস্তান সংঘাত: ৩ গন্তব্যে ফ্লাইটের সময় এগিয়ে আনল বিমান

ভারত-পাকিস্তান সংঘাত: ৩ গন্তব্যে ফ্লাইটের সময় এগিয়ে আনল বিমান, ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধাপরিস্থিতিতে ঢাকা থেকে টরন্টো, লন্ডন ও রোমের ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব গন্তব্যের ফ্লাইট ছাড়ার সূচি খানিকটা এগিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে। ৯ মে থেকে ৩১ মে পর্যন্ত পরিবর্তিত সময় অনুযায়ী ফ্লাইট চলবে।

কানাডার টরেন্টোগামী বিজি-৩০৫ ও বিজি-৩০৬ নম্বর ফ্লাইটের ঢাকা থেকে প্রস্থানের সময় ছিল ভোর পৌনে ৪টা। সেই সময় ৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ ঢাকা থেকে রাত ৩টায় টরন্টোর উদ্দেশে ছেড়ে যাবে ওই দুটি ফ্লাইট। তবে টরন্টো থেকে প্রস্থানের সময় অপরিবর্তিত থাকবে।

ঢাকা থেকে লন্ডনের পথে বিজি-২০১ ও বিজি-২০২ ফ্লাইট ছাড়া সূচি সন্ধ্যা ৭টা ৪০ মিনিট। পরিবর্তিত সূচি অনুযায়ী ৪০ মিনিট এগিয়ে এ দুটি ফ্লাইট ছাড়বে সন্ধ্যা ৭টায়। এ রুটেও লন্ডন থেকে প্রস্থানের সময় থাকবে অপরিবর্তিত।

আরও পড়ুন

বিমান বলছে, ঢাকা থেকে লন্ডন রুটে কেবল প্রতি বৃহস্পতিবারের ফ্লাইট রাত ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৪০ মিনিট এগিয়ে রাত ৮টা ১০ মিনিটে ছেড়ে যাবে। একই দিনে ঢাকা থেকে ইতালির রোমে যাওয়ার বিজি-৩৫৫ ও বিজি-৩৫৬ ফ্লাইট রাত সাড়ে ১১টার পরিবর্তে ১০টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে। তবে রোম থেকে ছেড়ে আসার সময় অপরিবর্তিত থাকবে।

ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানি ঘটনার জেরে ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। দেশ দুটি একে অপরকে আক্রমণও চালিয়েছে। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করছে না বিমান।

আর ফ্লাইট সূচিতে যে পরিবর্তন আনা হয়েছে, সে অনুসারে বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে উড়োজাহাজ সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ

সংসদ নির্বাচনে এনসিপির আখতার হোসেন লড়বেন রংপুর-৪ আসনে

সড়কে ‘বোমা’ ফাটিয়ে ডাকাতি, এলাকায় আতঙ্ক

সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র

আবারও মিসাইল হামলা ইসরায়েলে, প্রতিশোধের অঙ্গীকার প্রতিরক্ষামন্ত্রীর

আজ আবার শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের বৈঠক