ভিডিও রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৫, ১১:১৫ রাত

বগুড়ার নন্দীগ্রামে ব্যাটারি চালিত মিনিবাস যাত্রীসেবায় নতুন দিগন্ত

বগুড়ার নন্দীগ্রামে ব্যাটারি চালিত মিনিবাস যাত্রীসেবায় নতুন দিগন্ত। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ব্যাটারি চালিত মিনিবাস সার্ভিস চালু করেছেন আবু মুছা নামের এক পরিবহন উদ্যোক্ত। নন্দীগ্রামের আঞ্চলিক সড়কে এখন চলছে ব্যাটারিচালিত একটি ছোট আকারের মিনিবাস। আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ‘নন্দীগ্রাম টু দাসগ্রাম, আঞ্চলিক সড়কে এই মিনিবাস দেখা যায়। গাড়ির মালিক আবু মুছা জানান, তিনিই প্রথম এই ধরণের মিনিবাস নন্দীগ্রামে চালু করেছেন।

গাড়িটি তৈরি করতে মোট খরচ হয়েছে পাঁচ লাখ টাকা। এটি প্রতিদিন ৮০ থেকে ৯০ কিলোমিটার চলে। দিনে ১ হাজার ৫শ’ টাকার বেশি ভাড়া হয়। ব্যাটারী চার্জ দিতে খরচ হয় ৫০ থেকে ৬০ টাকা। এ গাড়িটি দেখতে অনেকেই ভিড় করছেন। ১২ সিট বিশিষ্ট এই মিনিবাসটি আকারে ছোট হলেও সুবিধার দিক থেকে বেশ উন্নত। ব্যাটারী চালিত হওয়ায় জ্বালানির কোন প্রয়োজন হয় না, ফলে এটি খরচ সাশ্রয়ীও বটে।

চার চাকার ভারসাম্যপূর্ণ কাঠামোর কারণে দুর্ঘটনার ঝুঁকি তুলনামুলকভাবে অনেক কম বলেও জানিয়েছেন চালক ও স্থানীয়রা। সরেজমিনে দেখা গেছে, ১২সিটের এই মিনিবাসটিতে যাত্রী বসার জন্য ১১টি ও ড্রাইভারের জন্য একটি সিট রয়েছে। ওই গাড়িটিতে জানালা ছাড়াও সিটগুলো বেশ আরামদায়ক।

এজন্য যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করতে পারছেন। মিনিবাসে যাতায়াত করা যাত্রী সাব্বির হোসেন বলেন, এই গাড়িটা আসার পর আমাদের চলাফেরা অনেক সহজ হয়েছে। কোন ধোয়া নেই শব্দও কম। যাতায়াতের জন্য এই মিনিবাস অনেক আরামদায়ক।

নন্দীগ্রামের বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মাহাবুবুর রহমান বলেন, এটি একটি ভাল উদ্যোগ। সরকার যদি ব্যাটারী চালিত পরিবহনে সহযোগিতা করে, তাহলে এটি ভবিষ্যতের পরিবহনের একটি মডেল হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেটের হৃৎস্পন্দন যখন থমকে যায়

অনশনরত বিসিএস পরীক্ষার্থীদের কথা শুনছেন ডা. তাসনিম জারা | 47Th BCS | Dr Tasnim Jara

বগুড়ায় বাঁশের গ্যালারিতে বসে ভলিবল খেলা দেখল দর্শক | Volleyball | Daily Karatoa

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

আবার ভূমিকম্প আতঙ্ক

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের