ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ডাকাতি

ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ডাকাতি

নিউজ ডেস্ক:  খুলনার ফুলতলা সিলিন্দামারী গ্রামের  বটিয়াঘাটা থানার পাশে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। 

সোমবার ভোর ৫টার দিকে থানাসংলগ্ন আলহাজ মোদাচ্ছের হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। 

এ সময় ডাকাতদল নগদ ৮২ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোদাচ্ছের হোসেন ফজরের নামাজ আদায়ের জন্য ওজু করতে ঘুম থেকে ওঠেন। এ সময় তিনি দরজা খুলে বাইরে ১০-১২ জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তারা দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেই মোদাচ্ছেরের গলায় অস্ত্র ঠেকিয়ে দোতলায় নিয়ে যান। এরপর ডাকাতদল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ১০ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ৮২ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন এবং আলমারিতে থাকা কাপড় লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। 

আরও পড়ুন

মো. মোদাচ্ছের আলী জানান, ফজরের আজান দিলে তিনি নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন লোক ঘরের ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে পালিয়ে যায়। সকালে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বটিয়াঘাটা থানার অফিসার ইনিচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ‘‘পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী মৌখিকভাবে থানায় বিষয়টি জানিয়েছেন। পুলিশের মোবাইল টিম লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য কাজ শুরু করছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষ্পষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান তারেক রহমানের

লোকে লোকারণ্য নয়াপল্টন, চলছে শ্রমিকদলের সমাবেশ

কুষ্টিয়ায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশন থেকে য়ুবকের মরদেহ উদ্ধার

 নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

অর্থ আত্মসাতের দায়ে নারী ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু