মানবপাচারকারীদের কবল থেকে রক্ষা পেল ৩৮ জন, আটক ২

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এসময় দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়।
আজ শুক্রবার (৩ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়।
আরও পড়ুনজিজ্ঞাসাবাদে জানা গেছে, মুক্তিপণ আদায় ও সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের জন্য ভুক্তভোগীদের বন্দি করে নির্যাতন করছিল পাচারকারীরা। আটক দুইজন পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন