ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

জম্মুতে পাকিস্তানের হামলা ব্যর্থ : জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

সংগৃহিত,জম্মুতে পাকিস্তানের হামলা ব্যর্থ : জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :  জম্মু-কাশ্মিরের জম্মুতে পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তবে একই সঙ্গে যে হামলা পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করতে জম্মুর উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, “গত রাতে পাকিস্তান জম্মু শহর ও তার আশপাশের এলাকা লক্ষ্য করে পাকিস্তানের ড্রোন হামলা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি পর্যালোচনার জন্য জম্মু যাচ্ছি। আমি এখন গাড়িতে আছি।”

জম্মু শহরের স্থানীয় এক বাসিন্দা ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে জানান, গতকাল রাত ১০টার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। তিনি বলেন, “প্রথম বিস্ফোরণের পরপরই পুরো শহরে বিদ্যুৎ চলে যায়। তারপর রাতভর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে। পরে আমরা জানতে পারি যে এগুলো ছিল ড্রোন হামলার ফলে সৃষ্ট শব্দ এবং ভারতের সেনাবাহিনী লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সব ড্রোন ধ্বংস করেছে।”

আরও পড়ুন

আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “গতকাল রাতে আমরা যখন খাবার খাচ্ছিলাম, সে সময় প্রথম বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তারপর ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিস্ফোরণের শব্দ শুনেছি। এখন পর্যন্ত কোনো নিহত বা আহতের সংবাদ আমরা পাইনি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নড়াইলে রাতে নিখোজ পরে বিলে মিলল রক্তাক্ত মরদেহ

আপ বাংলাদেশে আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা

নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচে ফেলে যাওয়া মাংস দেখতে উৎসুক জনতার ভিড়

পাবনার সাঁথিয়ায় বাঙ্গি চাষে সাফল্য দেখছেন কৃষকরা

জুলাইয়ের নতুন সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ