ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি

ছবি : সংগৃহীত,জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রথম মহিলা নেতা হতে পারেন তাকাইচি চীনের তীব্র সমালোচক সানা তাকাইচি। তিনি জাপানের রাজনৈতিক বাজপাখি হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার তাকাইচি বলেছেন, তিনি ক্ষমতাসীন দলের নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 

তিনি বলেছেন, এমনভাবে প্রচারণা চালাবেন যা তাকে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

প্রতিযোগিতায় ফেভারিটদের মধ্যে দেখা যাওয়া তাকাইচির প্রতিদ্বন্দ্বিতা হবে জনপ্রিয় কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির বিরুদ্ধে। তিনি শুক্রবার আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

তাদের লক্ষ্য হচ্ছে আগামী ৪ অক্টোবর অনুষ্ঠেয় পার্টিরুম ভোটে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান হিসেবে মধ্যপন্থী প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হওয়া।

বৃহস্পতিবার তার প্রার্থিতা ঘোষণার সময় এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, “আমাদের এখন যা প্রয়োজন তা হলো এমন রাজনীতি যা মানুষের দৈনন্দিন জীবন এবং ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগকে আশা ও স্বপ্নে রূপান্তরিত করতে পারে।”

তিনি বলেন, “এবং এটি শক্তিশালী রাজনীতিও যা জাপানের মুখোমুখি সংকট কাটিয়ে উঠবে।”

তাকাইচি (৬৪) একজন কট্টরপন্থী নেতা যিনি একটি রক্ষণশীল সামাজিক এজেন্ডা এবং শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা কর্মসূচির পক্ষে কথা বলেছেন।

আরও পড়ুন

অর্থনৈতিক ক্ষেত্রে তিনি তার রাজনৈতিক পরামর্শদাতা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের নীতির প্রতিধ্বনি হিসেবে বিশাল সরকারি ব্যয় এবং কম সুদের হারকে এগিয়ে নিয়ে গেছেন।

তিনি ইয়াসুকুনি মন্দিরেরও নিয়মিত দর্শনার্থী ছিলেন। এই মন্দিরে জাপানের যুদ্ধে যুদ্ধাপরাধীদেরসহ নিহতদের প্রতি সম্মান জানায় এবং এশিয়ান দেশগুলো এটিকে জাপানের সামরিকবাদী অতীতের প্রতীক হিসেবে দেখে।

তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের সামরিক শক্তি বৃদ্ধির বিপক্ষে সোচ্চার।

তাকাইচি অতীতে এলডিপি নেতৃত্বের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত বছর ইশিবার পরে দ্বিতীয় স্থানে থাকা দলীয় ভোটে তিনজন ব্যক্তি ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন। যার মধ্যে রয়েছেন- প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি।

নাগোয়া ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের এমেরিটাস অধ্যাপক জুনিচি তাকাসে বলেন, অভ্যন্তরীণ প্রতিযোগিতায় কে জিতবে তাকে এই দৃষ্টিকোণ থেকে বেছে নেওয়া হবে যে, কে ‘এলডিপিকে পুনরুজ্জীবিত করতে এবং নির্বাচনী জয়ের দিকে নিয়ে যেতে পারে’।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস রাবি