তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

রংপুর জেলা প্রতিনিধি : তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির(২০২৫-২৬) আওতায় ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আজ বৃহস্পতিবার বিকেলে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। রংপুর জেলা ক্রীড়া অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আরিফ মাহফুজ। খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ও গজঘন্টা স্কুল এন্ড কলেজ ১৭ পয়েন্টে রানার্সআপ হয়। প্রতিযোগিতায় ৬টি বিদ্যালয় অংশগ্রহণ করে।
আরও পড়ুনমন্তব্য করুন