জার্মান ঐক্য দিবসে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

জার্মান ঐক্য দিবসে ফেডারেল রিপাবলিক জার্মানির সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে দেওয়া একটি চিঠির মাধ্যমে জার্মান ঐক্য দিবসে শুভেচ্ছা জানান তিনি।
চিঠিতে লেখা হয়, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে জার্মান ঐক্য দিবসের এই আনন্দময় উপলক্ষ্যে আমি আপনাকে এবং আপনার মাধ্যমে ফেডারেল রিপাবলিক জার্মানির সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।
আরও পড়ুন‘এই ঐতিহাসিক দিনটি শুধু একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জার্মানির ঐক্যকেই চিহ্নিত করে না, বরং এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিজেদের ভাগ্য নির্ধারণের অবিচ্ছেদ্য অধিকারের মতো সার্বজনীন মূল্যবোধের এক শক্তিশালী স্মারক হিসেবে দাঁড়িয়েছে।’
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশ ফেডারেল রিপাবলিক জার্মানির সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। যা গণতন্ত্র, আইনের শাসন, বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধির প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারে গভীরভাবে নিহিত রয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও জনগণের জীবনমান উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত এই স্থায়ী সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুসংহত হবে। উভয় দেশের কল্যাণ বয়ে আনবে। এই সুযোগে, আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। জার্মানির জনগণের জন্য স্থায়ী শান্তি ও সমৃদ্ধির শুভকামনা জানাচ্ছি।
মন্তব্য করুন