কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে আরিফুল ইসলাম নামে চার মাস বয়সের এক শিশুর মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। স্বজনদের অভিযোগ, সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতকারীরা আরিফুলকে হত্যা করে লাশ বাড়ির পাশের বামনী নদীতে ফেলে দেয়। পুলিশ বলছে রহস্য উৎঘাটন করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
গতকাল রোববার রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা আমিনুল ইসলাম বাদি হয়ে থানায় অজ্ঞাত ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় ঘরে শিশুটিকে তার মা ঘুমিয়ে রেখে পাশের বাড়িতে বেড়াতে যান।
কিছুক্ষণ পর ফিরে এসে দেখতে পান তার সন্তান বিছানায় নেই। শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরাসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা রাতেই বাড়ির পাশে বামনী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন।
আরও পড়ুনউলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হত্যার প্রকৃত রহস্য জানা যাবে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন