ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর মোজাম (৭০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত সাড়ে ৮টায় সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমরী (কলেজপাড়া) গ্রামে। এঘটনায় পুত্রবধূ ফারজানা আক্তার রুমিকে গ্রেফতার করেছে পুলিশ।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমরী (কলেজপাড়া) গ্রামের মোজামের ছেলে মিঠুর সাথে ৫ বছর আগে উপজেলার আফড়া গ্রামের আব্দুস সালামের মেয়ে ফারজানা আক্তার রুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রুমি খাতুন মানসিক রোগে ভুগছিল।

গতকাল রোববার সন্ধ্যায় হঠাৎ করে রুমির মানসিক রোগটা বেশি হলে তার হাতে থাকা বটি দিয়ে শ্বশুর মোজাম্মেল হক মোজামের পেট ও পিঠে কোপ দেয়। এতে গুরুতর আহত অবস্থায় মোজামকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টায় মোজাম মারা যায়।

আরও পড়ুন

এঘটনায় নিহতের মেয়ে মমতাজ পারভীন চম্পা বাদি হয়ে সাঁথিয়া থানায় হত্যা মামলার দায়ের করেছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, হত্যা মামলা হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে পুত্রবধূ ফারজানা আক্তার রুমিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ডা. আমিরুলকে নিজ হাসপাতালের কক্ষে গলা কেটে হত্যা, আটক ৪

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর পাকাকরণের কাজ শুরু

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, বেড়িবাঁধে ধস

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা