বগুড়ায় সন্ত্রাসী হামলায় কনস্টেবল গুরুতর আহত, ২ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের কলোনী এলাকায় সন্ত্রাসীদের বেধড়ক মারপিটে রাজু আহমেদ (৩১) নামে জেলা পুলিশের এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শহরের কলোনী বাজার এলাকায় সাদিয়া স্টোরের সামনের এ ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কনস্টেবল রাজু আহমেদ জেলা পুলিশ অফিসের হিসাব শাখায় কর্মরত এবং তিনি লতিফপুর কলোনীর বালুবিশা’র ইটভাটা এলাকায় মো: রাশিদুল ইসলামের বাসায় ভাড়া থাকেন। এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দূর্গাপূজার ডিউটি শেষ করে সন্ধ্যায় পুলিশ অফিস থেকে মোটরসাইকেলযোগে বগুড়া পুলিশ লাইন্স এ রওনা দেন।
এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিনি শহরের কলোনী বাজারের সাদিয়া স্টোরের সামনের সড়কে পৌছুলে কয়েকজন সন্ত্রাসী তার পথরোধ করে দাঁড়ায় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে সন্ত্রাসীরা তাকে এলোপাথারিভাবে চর থাপ্পর মারতে থাকে। এ সময় তিনি নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দিলে তারা তাকে আরও বেশি মারপিট করে।
আরও পড়ুনতাদের মারপিটে তিনি মাটিতে পড়লে সন্ত্রাসীরা তার গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। তারা তাকে ধারালো বক্সিং রিং দিয়ে আঘাত করলে তার মাথার পেছনে রক্তাক্ত জখম হয়। তাছাড়া সন্ত্রাসীরা তার গলার ওপর পা তুলে দিয়েও শ্বাসরোধ করার চেষ্টা করে। তার চিৎকারে আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেন। এঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। সদর থানার এসআই শহিদুল ইসলাম জানান, গতকাল বিকেল সাড়ে ৩ টায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শহরের লতিফপুর কলোনী এলাকার মৃত লতিকফের ছেলে গালিব হোসেন (২০) ও শহরের ঠনঠনিয়া এলাকার কার্ত্তিকের ছেলে অর্জন কুমার (২০)।
মন্তব্য করুন