মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামকে বিজয়ী করতে হবে- অধ্যক্ষ শাহাবুদ্দীন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন, মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামকে বিজয়ী করতে হবে।
তিনি আজ শুক্রবার (৩ অক্টোবর) সোনাতলার শিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ে ইউনুস আলীর সভাপতিত্বে জনসমাবেশে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সরকারী গাড়ি ও বাড়ি ব্যবহার করবে না।
আরও পড়ুনএসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির ফজলুল করিম, সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক, শহিদুল ইসলাম, আব্দুর রহিম, এড. দলিলুর রহমান, নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন মাস্টার, রায়হানুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন