সিলেটে বেপরোয়া ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।
সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, “আজ বিকেলে একটি মোটরসাইকেলে শহিদ চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শহিদ মারা যান।”
তিনি আরো বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মারা যাওয়া যুবকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন