ভিডিও মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:৩০ বিকাল

নাজু’র স্বপ্নের গান ‘স্বপ্নের তানপুরা’

মিষ্টি কন্ঠের শ্রোতাপ্রিয় গায়িকা নাজু আখন্দ।

অভি মঈনুদ্দীন ঃ দুই বছর আগে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে স্বামী শামীম শরীফ ও দুই ছেলে আহমেদ আলী খান, নাজমুস সালেহীন আহরার’কে সঙ্গে নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন বাংলাদেশের মিষ্টি কন্ঠের শ্রোতাপ্রিয় গায়িকা নাজু আখন্দ।

গেলো দুই বছওে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট-এ প্রায় একশত স্টেজ শো’তে পারফর্ম করেছেন নন্দিত এই গায়িকা। যুক্তরাষ্ট্রের জামাইকাতে স্থায়ীভাবে বসবাসকারী নাজু জানান আজ তার জন্মদিন। তবে এবারের জন্মদিন যেন একটু বেশিই উৎসব মুখর হবে। কারণ আজ জামাইকা থেকে ত্রিশ মিনিট দূরত্বের স্থান ব্রুকলিন-এ ঈদ এবং বৈশাখী আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন নাজু আখন্দ। জন্মদিনে এমন আয়োজনে গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করার প্রবল ইচ্ছে রয়েছে তার।

এদিকে শিগগিরই নাজুর কন্ঠে প্রকাশ পেতে যাচ্ছে তার স্বপ্নের গান ‘স্বপ্নের তানপুরা’। গানটি লিখেছেন রাজু চৌধুরী, সুর করেছেন এহসান রাহী। শিগগিরই গানটি ইউটিউবে প্রকাশ পেতে যাচ্ছে বলে জানালেন নাজু।

আরও পড়ুন

জন্মদিন, স্টেজ শো ও নতুন মৌলিক গান প্রসঙ্গে নাজু বলেন,‘ ২০০১ সাল থেকে আমি সিনেমায় গান করছি। দুই শতাধিক গান গেয়েছি আমি সিনেমায়। আমার আধুনিক গানের অ্যালবামও আাছে। অনেক প্রকাশিত মৌলিক গান আছে আমার। কিন্তু আমার সব গানকে ছাড়িয়ে গেছে এই স্বপ্নের তানপুরা গানটি। গানটির কথার গভীরতা এবং সুরের মুর্ছনা শ্রোতা দর্শককে মুগ্ধ করবে বলেই আমার বিশ্বাস। আমার কাছে আমার গাওয়া এ যাবতকাল পর্যন্ত যতো গান আমি গেয়েছি, এই গান সেরা গান হিসেবেই বিবেচিত হচ্ছে। যে কারণে গানটি নিয়ে আমি ভীষণ ভীষণ আশাবাদী। আর আজ আমার জন্মদিন। জন্মদিনে সবার কাছে দোয়া প্রত্যাশী আমি। সেইসাথে আজকের দিনে ব্রুকলিনে প্রবাসী বাংলাদেশীদের গান শোনানোর সুযোগ পেয়েও ভীষণ ভালোলাগছে। ভীষণ ভালোলাগছে যে আমার জন্মদিন একটা উৎসব উৎসব ক্ষণের মধ্যদিয়ে কাটবে।’

এদিকে নাজু জানান, চলতি বছরেই দেশে আসার ইচ্ছে রয়েছে তার। ২০০২ সালে নাজুর প্রথম মৌলিক গানের অ্যালবাম ‘কাচা হলুদের রং’ প্রকাশিত হয়। এরপর ২০০৯ সালে ‘স্বপ্ন কন্যা’ অ্যালবাম প্রকাশ পায়। মায়ের সম্মান’ সিনেমায় তিনি আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে প্রথম প্লেব্যাক করেন। নাজু কুমার বিশ্বজিৎ-এর সঙ্গে এই সিনেমায় প্লে-ব্যাক করার সুযোগ পেয়েছিলেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে ৬৮টি সিনেমায় প্লে-ব্যাক করার সুযোগ পেয়েছিলেন নাজু আখন্দ। সমাজকে বদলে দাও’ সিনেমায় শাবনূরের লিপের ‘আমার মানব জমিন চিরতরে দিয়ে দিলাম তোরে, বিধির কাছে সকল সাক্ষ্য প্রমাণ হাজির করে’ গানটি নাজুর কন্ঠে গাওয়া সিনেমার সবচেয়ে জনপ্রিয় গান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আটাপাড়ায় জামায়াত প্রার্থী সোহেলের গণসংযোগ

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

সরকারি আ.হ কলেজের উচ্চ মাধ্যমিকের ক্লাস হচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত ঝুঁকিপূর্ণ ভবনে

দিনাজপুরের বিরামপুরে রাস্তায় আলু ফেলে কৃষকদের মানববন্ধন

আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ধানমন্ডি অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বি'স্ফো'রণ