ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সংগৃহিত,ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। রোববার ইয়েমেন থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই সেটি সফলভাবে ধ্বংস করা হয়েছে। 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইসরায়েলি সীমান্তে প্রবেশের আগ মুহূর্তে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহীদের এই ক্ষেপণাস্ত্র হামলার আগে ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়।

আরও পড়ুন

এর মধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চল, জেরুজালেমের পার্শ্ববর্তী কয়েকটি শহর ও পশ্চিম তীরে হামলার উচ্চ সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এসব এলাকায় দীর্ঘ সময় ধরে সাইরেন বাজিয়ে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দেয় আইডিএফ।

গত ১৮ মার্চ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নতুন হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই হামলায় নতুন করে আরও প্রায় এক হাজার ফিলিস্তিনির প্রাণহানি ও হাজার হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পেনাল্টি মিসে বড় হার মায়ামির

বিকেলে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা

দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস 

১২১ বারের মতো পেছালো সাগর-রুনির হত্যা মামলার প্রতিবেদন

আজ অঘোষিত মহাযুদ্ধে মুখোমুখি ভারত-পাকিস্তান

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি রাশেদের