ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

জামালপুরে সমবায় সমিতির নামে হাজার কোটি টাকা লুট, প্রধান আসামি গ্রেপ্তার

জামালপুরে সমবায় সমিতির নামে হাজার কোটি টাকা লুট, প্রধান আসামি গ্রেপ্তার

জামালপুরে গ্রাহকদের হাজার কোটি টাকার সমবায় সমিতি কেলেঙ্কারির সঙ্গে জড়িত পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত অন্যতম প্রধান আসামি আব্দুল বাছেদকে (৩৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক আবাসিক ফ্ল্যাট প্রকল্পের কলাবতীর একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়। তার নামে পাঁচটি মামলায় ওয়ারেন্ট ছিলো।

 

গ্রেপ্তার আব্দুল বাছেদ মাদারগঞ্জ উপজেলার সুখনগরী এলাকার মৃত আব্দুস সোবহান অরফে আকালের ছেলে। তিনি মাদারগঞ্জ শতদল সমবায় সমিতি লিমিটেডের পরিচালকের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুন সাকিব জানান, আসামির বিরুদ্ধে মাদারগঞ্জে সমবায় সমিতির তহবিল বা সম্পদ নিয়ে অনিয়মের অভিযোগ একাধিক মামলা ছিল। সম্প্রতি মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন নামে সমবায় সমিতির নামে হাজার কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগের মামলার আসামি গ্রেপ্তার ও টাকা ফিরে পাওয়ার দাবিতে কয়েক হাজার ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর মিছিলসহ এসে ফৌজদারী মোড় অবরোধ করে।

তিনি আরও জানান, জেলা ও পুলিশ প্রশাসন ভুক্তভোগীদের আশ্বস্ত করেন দ্রুতই আসামিদের গ্রেপ্তার করা হবে। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। অন্যান্য অসামিদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতকে হারালেও যে আক্ষেপ রইলো লিটনের

দ্রুত ঐকমত্যে পৌঁছে নির্বাচন আয়োজন করতে হবে: তাহের

কক্সবাজারে বিমানের চাকা খুলে পড়া সম্পর্কে যা জানা গেলো

‘‘গণঅভ্যুত্থানের মর্ম হচ্ছে গণসার্বভৌমত্ব কায়েম করা’’ 

টানা ৪র্থ দিনের মতো নগরভবনে ইশরাকপন্থিরা, বন্ধ প্রধান ফটক

 ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশী তৈরি পোশাক রপ্তানি