ভিডিও মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান স্পেনের

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান স্পেনের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজায় ‘অবিলম্বে’ যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। একইসঙ্গে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের তাগিদও দিয়েছেন তিনি। বুধবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বার্তা সংস্থাটি বলছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন। এসময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিতে ফিরে আসার বিষয়ে আলোচনা করেন তিনি। আল-সিসি এবং বাদশাহ আবদুল্লাহর সঙ্গে ফোনালাপে সানচেজ গাজায় যুদ্ধবিরতি চুক্তি অবিলম্বে পুনর্বহালের পাশাপাশি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বানও জানিয়েছেন। সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লিখেছেন, ‘ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির এই মর্মান্তিক বিপর্যয় বন্ধ করতে হবে আমাদের।’

আরও পড়ুন

প্রসঙ্গত, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত এবং ১৬০০ জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এবং আরও এক লাখ ১৩ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উদযাপন

ব্যভিচার গর্হিত অপরাধ

বগুড়ার শেরপুরে ওয়াই-ফাই পাসওয়ার্ডকে কেন্দ্র করে দুই শিক্ষকের মারামারি

সিরাজগঞ্জে ইছামতি নদীর ওপর ব্রিজ না থাকায় তিন উপজেলাবাসীর দুর্ভোগ

পাবনার বেড়ার ঐতিহ্যবাহী স্টেডিয়াম এখন পরিত্যক্ত জলাভূমি

নওগাঁয় আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি